#বর্ধমান: জেনে বুঝেও হচ্ছে না কাজ। প্লাস্টিকের দূষণ সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন। তবু, বাজারে প্লাস্টিক প্যাকেট কিন্তু বন্ধ হচ্ছে না। থলি হাতে বাজার থেকে ফেরা এখন অতীত। বাজার মানেই এখন প্লাস্টিক প্যাকেটের রমরমা....
ক্রেতা-বিক্রেতা সকলেই জানেন, প্লাস্টিকের প্যাকেটের ব্যবহার, পরিবেশ এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তবু, ব্যবহার কিন্তু কমছে না। সে রায়গঞ্জ হোক বা বর্ধমান।
সাধারণ মানুষকে প্লাস্টিকের বিপদ বোঝাতে এবং এর ব্যবহারে রাশ টানতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান পুরসভা এবং জেলা প্রশাসন।
বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের দূষণ রুখতেই হবে। তার জন্য সচেতনতা যেমন দরকার, তেমনই দরকার কড়া পদক্ষেপেরও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।