• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, অনিশ্চিত ভরতি ও ফলপ্রকাশ প্রক্রিয়া

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, অনিশ্চিত ভরতি ও ফলপ্রকাশ প্রক্রিয়া

অচলাবস্থা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৷ নিজস্ব চিত্র ৷

অচলাবস্থা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৷ নিজস্ব চিত্র ৷

বেনজির পরিস্থিতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৷ রেজাল্ট কবে বেরবে জানেন না ছাত্রছাত্রীরা ৷ ভর্তি প্রক্রিয়া নিয়েও কাটছে না জটিলতা ৷ ফলে অনিশ্চয়তার মুখে প্রায় ৭০ লক্ষ পড়ুয়া ৷

 • Share this:

  #বর্ধমান: বেনজির পরিস্থিতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৷ রেজাল্ট কবে বেরবে জানেন না ছাত্রছাত্রীরা ৷ ভর্তি প্রক্রিয়া নিয়েও কাটছে না জটিলতা ৷ ফলে অনিশ্চয়তার মুখে প্রায় ৭০ লক্ষ পড়ুয়া ৷ টিসিএস-এর সঙ্গে তিন বছরের গাঁটছড়া ভাঙল বর্ধমান বিশ্ববিদ্যালয় ৷ ২০১৫ সালে টিসিএস ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি হয়েছিল ৷ তৎকালীন উপাচার্য স্মৃতি কুমার সরকার ও রেজিস্টার সেই চুক্তি করেছিলেন ৷ চুক্তি অনুয়ায়ী ফলপ্রকাশ ও ভর্তি প্রক্রিয়া দেখার দায়িত্ব টিসিএস-এর ৷ চুক্তির মেয়াদ ২০১০ সাল পর্যন্ত ৷ কিন্তু সেই চুক্তিতে বেশকিছু অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের ৷ ফলে সম্প্রতি টিসিএস-এর সঙ্গে যাবতীয় কাজকর্ম বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় ৷ অভিযোগ গিয়েছে রাজ্য শিক্ষা দফতরেও ৷

  আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

  এই অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন পড়ুয়ারা ৷ ফলপ্রকাশ ও ভরতি সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য রয়েছে টিসিএস-এর হাতে ৷ ফলে নজিরবিহীন সমস্যার মুখোমুখি বর্ধমান বিশ্ববিদ্যালয় ৷

  First published: