Home /News /south-bengal /
সংস্কার শুরু হল পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে

সংস্কার শুরু হল পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে

File Photo

File Photo

 • Share this:

  #পুরুলিয়া: নিউজ এইটিন বাংলার খবরের জের। পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু করল পূর্ত দফতর। বন্ধ হল কুকুর, বিড়ালের অবাধ বিচরণও। তবে ছাদ চুঁইয়ে জলপড়া এখনও চলছে। পূর্ত দফতরের আশ্বাস, সাতদিনের মধ্যেই মিটে যাবে সমস্যা।

  সিলিং চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল। ফিমেল মেডিক্যাল ওয়ার্ডের এখানে ওখানে ভিজছেন রোগীরা। ভিড়ে ঠাসা ওয়ার্ডে এভাবেই চলছে চিকিৎসা (গতকালের প্যাকেজের ছবি। ডেটস্ট্রিপ সহ)। বৃহস্পতিবার নিউজ এইটিন বাংলায় এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি শুরু হয় সংস্কারের কাজ। তবে ভোগান্তি এখনও কমেনি ৷ বুধবারই হাসপাতালের মাতৃমঙ্গল বিভাগে ঢোকার মুখে ছাদের চাঙড় ভেঙে পড়ে। আপাতত বিপজ্জনক অংশটি ভেঙে দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা মিটুক। দাবি রোগী ও তাঁদের আত্মীয়দের।

  First published:

  Tags: Purulia, Purulia Hospital

  পরবর্তী খবর