Home /News /south-bengal /
নৃশংস ঘটনা বোলপুরে, ২ বছরের শিশুপুত্রকে আলমারিতে আটকে খুন করল জেঠিমা!

নৃশংস ঘটনা বোলপুরে, ২ বছরের শিশুপুত্রকে আলমারিতে আটকে খুন করল জেঠিমা!

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

প্রায় ৬ ঘন্টা ধরে শিশুটিকে আটকে রাখা হয় আলমারিতে । পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ ।

 • Share this:

  #বোলপুর: বছর দুইয়ের শিশুপুত্রকে আলমারিতে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে খুনের অভিযোগ উঠল জেঠিমার বিরুদ্ধে ৷ মৃত অবস্থায় শিশুপুত্রটিকে আলমারি থেকে উদ্ধার করা হয় ৷ ঘটনাটি ঘটেছে বোলপুর থানার কাশিপুর গ্রামে ৷

  জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। ঘটনার জেরে ব্যপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বোলপুরের এসডিপিও অভিষেক রায়ের নেতৃত্বে ৪ টি থানার আইসি, ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার কাশিপুর গ্রামের মুরশেদ খানের বছর দুইয়ের শিশুপুত্র আকিব খানকে এ দিন বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ প্রায় ৬ ঘন্টা পরে মুরশেদ খানের দাদা লালচাঁদ খানের বাড়ির আলমারি থেকে শিশুপুত্রটিকে উদ্ধার করা হয় ৷

  দীর্ঘক্ষণ আটকে থাকায় শিশুপুত্রটির মৃত্যু হয়। অভিযোগ, শিশুপুত্রের জেঠিমা তাজমিরা বিবি ওই শিশুপুত্রকে আলিমারিতে ভরে দেন। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের ৷ জেঠিমা তাজমিরা বিবির পুত্র সন্তানের সঙ্গে খেলতে খেলতে হাতাহাতি করে আকিব। এরপরেই জেঠিমা আকিব খানকে চড় মারে ৷ এতে অজ্ঞান হয়ে যায় শিশুপুত্রটি । তখনই তাকে আলমারিতে ভরে বন্ধ করে দেয় বলে অভিযোগ।

  এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। উত্তেজনা বাড়তে থাকায় বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বোলপুর থানার আইসি, নানুর, ইলামবাজার, পাড়ুই থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় ৷ খুনের অভিযোগে আটক করা হয়েছে জেঠিমা তাজমিরা বিবিকে ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Bolpur, Murder

  পরবর্তী খবর