হোম /খবর /দক্ষিণবঙ্গ /
কম জিনিস দিচ্ছেন রেশন ডিলার, অভিযোগে উত্তাল চন্দ্রকোনা

কম জিনিস দিচ্ছেন রেশন ডিলার, অভিযোগে উত্তাল চন্দ্রকোনা

Photo- Representative

Photo- Representative

বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন

  • Last Updated :
  • Share this:

#চন্দ্রকোনা: রেশন বন্টনে জালিয়াতির অভিযোগে একাধিক রেশন ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলেও রেশন ডিলারদের টনক নড়েনি, ফের একবার প্রমাণ মিলল চন্দ্রকোনায়। এবার দুর্নীতির অভিযোগ উঠল চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভার হাটতলা এলাকার রেশন ডিলার নন্দদুলাল নাগ ও প্রদ্যুৎ দালালের বিরুদ্ধে।

কেরোসিন তেলে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ যেমন উঠেছে তার বিরুদ্ধে তেমনি রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগেও সরব গ্রাহকরা। হাতেনাতে প্রমাণ নিয়ে রেশন ডিলারকে গ্রাহকরা একাধিকবার প্রশ্ন করলে উল্টে গ্রাহকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে দুই রেশন ডিলারের বিরুদ্ধে। রবিবার সাতসকালে রেশন ডিলারের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। যদিও নিতান্তই ভুল করে হয়ে গিয়েছে বলে হালকা ভাবে বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন দুই রেশন ডিলার।

বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও অভিষেক মিশ্র গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রশ্ন উঠছে বারবার রেশন ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলেও কেন বদলাচ্ছে না চিত্রটা! যার সদুত্তর নেই কোন মহলেই।

Published by:Debalina Datta
First published:

Tags: Raiganj, Ration Dealer