#বাগদা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস । বিয়ে করতে অস্বীকার করায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক । ঘটনাটি ঘটেছে বাগদা থানার পুস্তিঘাটা এলাকায় ।
দীর্ঘদিন ধরে ওই এলাকার এক মহিলার সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন বছর ৩১-এর সমীর মণ্ডল । দীর্ঘদিন ধরে সম্পর্ক এমন জায়গায় পৌঁছয় যা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। মহিলার অভিযোগ, তার স্বামী ছেড়ে চলে যাওয়ার পর সমীর মণ্ডল বিয়ের প্রতিশ্রুতি দেয় l
এমনকী, বনগাঁ মহকুমা আদালতে নিয়ে গিয়ে কিছু কাগজপত্রে স্বাক্ষর করায় রেজিস্ট্রি-বিবাহ করলাম বলে জানায় l সম্প্রতি ওই মহিলা বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে বললে তা অস্বীকার করেন সমীর । মহিলার আরও অভিযোগ, সমীর মণ্ডল গত ২৮ জুন মঙ্গলবার ওই মহিলার বাড়িতে গেলে ওই মহিলা সমীরের মিথ্যা অভিনয়ের কথা জানতেই আবার জোর করে ধর্ষণ করে, মারধর করে ৷ এমনকী, খুনেরও হুমকি দেয় ।
মহিলা বাগদা থানায় অভিযোগ দায়ের করেন বৃহস্পতিবার l অভিযোগ পেয়ে বাগদা থানার পুলিশ সমীর মন্ডলকে গ্রেফতার করে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে l শুক্রবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় ৷