#রানাঘাট: ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক মামার বিরুদ্ধে।
থানায় অভিযোগ দায়েরের পর থেকেই বেপাত্তা ওই অভিযুক্ত মামা। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা প্রীতিনগর ৫ নম্বর রাস্তায়।
পরিবারের অভিযোগ ওই নাবালিকাকে ভয় দেখিয়ে পাড়ারই মামা, নাম অসীম রাম তাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। শীতকাল থাকায় বুঝে ওঠেনি পরিবারের লোকেরা ৷ এরপর ডাক্তারের কাছে গেলে পরিষ্কার হয় পুরোটাই। লোকলজ্জার ভয়ে মেদিনীপুরের একটি নার্সিংহোমে তার কন্যা সন্তান হয়। কুমারী মা এখন তার কোলে শিশু আগলে রেখেছেন। গত ২৪ এপ্রিল রানাঘাট মহকুমা আদালতে অভিযোগ করা হয়। পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারেনি। তবে পরিবারের লোকেরা চান কঠিনতম সাজা হোক।