Representational Image
#রামপুরহাট: নষ্ট হচ্ছে সবজি। চাল, ডাল, তেল, সাবানে ধুলোর পরত। অবহেলায় পড়ে রামপুরহাটের সুফল বাংলা স্টল। শুধুমাত্র খোলা বজারে আলুর দাম বাড়লেই, লাইন পড়ে স্টলে। বাকি সময় ফাঁকা। স্থানীয়দের দাবি, প্রচারের অভাবেই সুফল বাংলার দৈন্যদশা।
রামপুরহাটের ধুলোডাঙা রোডের উপর সুফল বাংলা স্টল। চালু হয়েছিল ২০১৮ সালে। স্টলের উদ্বোধন করেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত , কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
শুধু আলু বা পেয়াজ নয়, সুফল বাংলা স্টলে ন্যায্য মূল্যে মেলে চাল, ডাল, তেল,সাবান, লবণ, বিস্কুট-সহ প্রয়োজনীয় সবরকম গেরস্থালির জিনিস। পাওয়া যায় টাটকা সবজিও। বিভিন্ন জিনিসের দাম কম হওয়া সত্ত্বেও, বছরভর ফাঁকাই পড়ে থাকে স্টল। সেভাবে কখনই ভিড় হয়না।স্থানীয়রা বলছেন, তাঁরা জানেনই না এতকিছু পাওয়া যায় সুফল বাংলায়। তাঁরা শুধু জানেন, পঁয়তাল্লিশ টাকা কেজি আলু এখানে পঁচিশ টাকায় মেলে। তাই বাজারে আলুর পারদ চড়লেই, ভিড় বাড়ে সুফল বাংলায়।
সুফল বাংলায় পড়ে , পড়ে নষ্ট হচ্ছে চাল, ডাল। পঁচে যাচ্ছে সবজি। বিষয়টি কৃষি বিপনন দফতরের নজরে আনবেন বলে জানান কৃষিমন্ত্রী, তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।
শুধুমাত্র প্রচারের অভাবে সুফল বাংলা স্টলের সুফল থেকে বঞ্চিত রামপুরহাট। বলছেন শহরবাসী। তবে এবার হয়ত ছবিটা বদলাবে। আশায় কৃষি দফতর।
অক্ষয় ধীবর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rampurhat