#ডোমজুড়: দলের কিছু নেতা কর্মীদের 'চাকর-বাকর' ভাবেন বলে রবিবার নিজের বিধানসভা এলাকা ডোমজুড়ের একটি সভা থেকে তোপ দেগেছেন ডোমজুড়ের বিধায়ক৷ ফলে আলোচনা চালিয়ে গেলেও রাজীবও শুভেন্দুর পথেই হাঁটছেন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব৷
ডোমজুড়ের সভায় রাজীব বলেন, 'আমার এক এক সময় খুব খারাপ লাগে৷ দলে অনেক নেতা আছেন যাঁরা শুধু কর্মীদের ব্যবহার করার জন্য তাঁদের কথা বলেন৷ আর কাছে গেলে সেই নেতারাই কী রকম দুর্ব্যবহার করেন তা কর্মীরাই জানেন৷ যাঁরা কর্মীদের ভাবাবেগ নিয়ে খেলেন, কর্মীদের নিজেদের চাকর- বাকর বলে ভাবেন, তাঁদের আমি আজকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি৷ একদিন এই কর্মীদের হাতেই আপনারা ক্ষমতাচ্যুত হবেন৷' শুধু তাই নয়, দলের কিছু নেতা মানুষকে বোকা ভেবে আমিত্ব আর অহংকারে ভুগছেন বলেও মন্তব্য করেন রাজীব৷ এই নেতাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য কর্মীদের আহ্বান করেন তিনি৷
শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হওয়ার সময় থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ও বেসুরো গাইতে শুরু করেন৷ স্তাবকরাই দলে প্রাধান্য পায় বলে প্রথমে সরব হন তিনি৷ এর পর ধীরে ধীরে দলের কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন বনমন্ত্রী৷ শুভেন্দু অধিকারীর মতোই তাঁর সমর্থনে রাজ্যের একাধিক জায়গায় দাদার অনুগামী লেখা পোস্টার, ব্যানার চোখে পড়তে শুরু করে৷ প্রায় দু' মাস ধরে রাজীব রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছেন না৷ গত দু' মাসে একাধিকবার দলের অস্বস্তি বাড়িয়ে বেশ কিছু মন্তব্য করেছেন রাজীব৷ তাঁর ক্ষোভ মেটাতে দু' বার বৈঠক করেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু সমস্যার যে সমাধান হয়নি, তা ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছে দু' পক্ষই৷ বঙ্গ ধ্বনির মতো দলীয় কর্মসূচিতেও দেখা যাচ্ছিল না রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷ রবিবার রাজীবের মন্তব্যে ফের একবার স্পষ্ট হল, নিজের অবস্থানেই অনড় রয়েছেন ডোমজুড়ের বিধায়ক৷
এই পরিস্থিতিতে রাজীবকেও ধরে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে ক্রমশই জল্পনা বাড়ছে শাসক দলের অন্দরে৷ সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছে তৃণমূল৷ কারণ দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, যাঁরা দল ছেড়ে চলে যেতে চান, তাঁরা যেতেই পারেন৷ তবে এখনও প্রকাশ্যে রাজীবের প্রতি কোনও কড়া মনোভাব দেখায়নি তৃণমূল৷ এ দিনও হাওড়ায় যার বিরুদ্ধে রাজীবের মূল অভিযোগ সেই মন্ত্রী অরূর রায় বলেন, 'সত্যিই যদি কোনও নেতা দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, তাহলে তা অন্যায়৷ উনি তো সেই নামগুলি খুলে বললে পারতেন৷ তবে এ ভাবে প্রকাশ্যে দলের বিরুদ্ধে কোনও মন্তব্য আমি সমর্থন করি না৷ আর যতদিন উনি বিজেপি-তে যাচ্ছেন না, ততদিন আমরা সেটা ধরব কেন?'
ইতিমধ্যেই রাজীবকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব না দেওয়া নিয়ে বিজেপি-তে গিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী৷ হাওড়া জেলাকে বঞ্চনার অভিযোগও তুলেছেন তিনি৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে স্বাগত জানিয়ে রেখেছেন৷ ফলে বনমন্ত্রীকে নিয়ে শাসক দলে শুভেন্দু অধিকারী পর্বের পুনরাবৃত্তিই যেন শুরু হয়েছে৷ তবে স্বচ্ছ ভাবমূর্তির রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়লে যে শুভেন্দুর পরে তা যথেষ্ট বড় ধাক্কা হবে, তা ভালই বুঝতে পারছে রাজ্যের শাসক দল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Rajib Banerjee, Suvendu Adhikari, TMC