#ডোমজুড়: যে দলেই থাকুন না কেন, আগামী বিধানসভা নির্বাচনে ডোমজুড় কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন বলে স্পষ্ট করে দিলেন পদত্যাগী মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে রাজীব বুঝিয়ে দিলেন, তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি৷ তবে তিনি বিজেপি-তে যাচ্ছেন কি না, তা এখনও স্পষ্ট করেননি ডোমজুড়ের বিধায়ক৷
গত ২১ জানুয়ারি রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন রাজীব৷ এর পরেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজীবকে ডোমজুড় থেকে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন৷ ডোমজুড় বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে৷
আত্মবিশ্বাসী রাজীব আরও বলেন, 'আমার মানুষের সঙ্গে যা সম্পর্ক আছে, তাতে আমি ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও দাঁড়াব না৷ আমি ডোমজুড়েই দাঁড়াব৷'
রাজীব বন্দ্যোপাধ্যায় এখনও বিধায়ক পদ বা তৃণমূলের সদস্য পদ না ছাড়লেও তা সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ এমন কি, এ মাসের শেষে অমিত শাহের বঙ্গ সফরের সময়ই তিনি হাওড়ায় বিজেপি-র মহা যোগদান মেলায় গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে খবর৷ যদিও এ বিষয়ে এ দিন স্পষ্ট করে কিছু বলেননি রাজীব৷
Debasish Chakraborty