হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রেডিও কলার লাগানো বাঘ ঢুকল সুন্দরবনে, চলবে নজরদারি

রেডিও কলার লাগানো বাঘ ঢুকল সুন্দরবনে, চলবে নজরদারি

তবে এ বারই প্রথম নয়, এর আগে আরও তিনটি বাঘের গলায় ঠিক এ রকমই রেডিও কলার পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার সাহায্যে বন দফতর সুন্দরবন ব্যঘ্র প্রকল্পের উপরে নজরদারি চালাবে।

  • Share this:

#কলকাতা: সুন্দরবনে আসলে বাঘের সঙ্গে মানুষের কী সম্পর্ক এবং মানুষের দ্বারা বাঘ কোনও ভাবে আক্রান্ত হচ্ছে কি না, তা হাতে-কলমে জানতে রেডিও-কলার লাগানো এক বাঘ বনে ছেড়ে দিল রাজ্য বন দফতর। রাজ্য বন দফতরের উপস্থিতিতে ডিসেম্বরের ২৬ ও ২৭ তারিখ অভিযান চালানো হয়। সুন্দরবন ব্যঘ্র প্রকল্পের বসিরহাট রেঞ্জের হরিখালি বিটে এই অভিযান চালানো হয়। তার পর ওই বাঘকে ধরার পরে তার গলায় রেডিও কলার লাগায় বন দফতর। এ বার রবিবার ওই বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে বনে। বন দফতরের কর্তারা জানিয়েছেন, বাঘের সুরক্ষার জন্য এই প্রকল্প বন দফতর হাতে নিয়েছে ডব্লিউ ডব্লিউ এফ(WWF)-এর সাহায্যে।

সম্প্রতি বিভিন্ন সময়ে সুন্দরবনে বাঘ মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে। ওই এলাকায় অভয়ারণ্যের মধ্যে মানুষেরও বসবাস আছে। ঠিক কী কারণে বাঘ আক্রান্ত হচ্ছে, মানুষের দ্বারাই আক্রান্ত হচ্ছে কি না বা সেই মানুষ কারা, তা চিহ্নিত করতেই এই প্রকল্প। তবে এ বারই প্রথম নয়, এর আগে আরও তিনটি বাঘের গলায় ঠিক এ রকমই রেডিও কলার পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার সাহায্যে বন দফতর সুন্দরবন ব্যঘ্র প্রকল্পের উপরে নজরদারি চালাবে।ওই এলাকায় অভয়ারণ্যের মধ্যে মানুষেরও বসবাস আছে।

ঠিক কী কারণে বাঘ আক্রান্ত হচ্ছে, মানুষের দ্বারাই আক্রান্ত হচ্ছে কি না বা সেই মানুষ কারা, তা চিহ্নিত করতেই এই প্রকল্প।  বন দফতরের এক কর্তা বলেন, "এর মাধ্যমে পুরো অভয়ারণ্যের উপরেই বিস্তারিত নজরদারি চালানো যায়। শুধু বাঘ কী ভাবে আক্রান্ত হচ্ছে, তা জানাই নয়, বনের ভিতরে অন্য কী ঘটনা ঘটছে, তার উপরেও রেডিও কলারের মাধ্যমে নজরদারি চালানো যায়।" এ দিনের এই অনুষ্ঠানে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন বিনোদ যাদব ছাড়াও ছিলেন সুন্দরবন ব্যঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস।

Published by:Pooja Basu
First published:

Tags: Sunderban, Tiger