#দুর্গাপুর: ইটাহার মাল বোঝাই দশ চাকার ড্রাম্পারের ও মাল বোঝাই টাক্টর এর মুখোমুখি সংঘর্ষ। গুরুত্বর জখম দুটি লড়ির চালক। ঘটনাটি ঘটে ইটাহার থানার গোঠলু মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে।এই ঘটনার পর জাতীয় সড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয়।পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে।আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রবিবার বিকালে দূর্গাপুর দিক থেকে একটি ট্রাক্টর মাটি বোঝাই করে ইটাহারের দিকে যাবার সময় ইটাহার থানার গোঠলু মোড় পার হতেই উল্টো দিক অর্থাৎ মালদার দিক থেকে আসা একটি ড্রাম্পার তাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় দুটি গাড়ির চালক গুরুতরভাবে জখম হন। ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত চালকদের উদ্ধারে হাত লাগান স্থানীয় মানুষ এবং দূরপাল্লার লড়ির চালক। দীর্ঘক্ষনের চেষ্টায় আহতদের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থকেন্দ্রে পাঠানো হয়।অবস্থা বেগতিক দেখে আহত দুই চালককেই রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইটাহার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা মহম্মদ আসরাফুল হক বলেন মাঝে মধ্যে গোঠলু মোড়ে দুর্ঘটনা ঘটছে। জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে বহু মানুষ আহত এবং মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষ গোঠলু মোড় এলাকায় সরাসরি জাতীয় সড়কে ক্রসিং লাইন পাড় করা হোক। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই দাবিকে গুরুত্ব না দিয়ে গোঠলু মোড় থেকে প্রায় দুইশো মিটার পার করে ক্রসিং লাইন করেছে। ফলে রায়গঞ্জ সহ ইটাহারে যেতে মাঝে মধ্যে গোঠলু মোড়ে দুর্ঘটনা ঘটছে। এদিনের দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক গাড়ি দুটি আটক করে ইটাহার থানার পুলিশ। ইটাহার থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৩৪ নম্বর জাতীয় সড়কে এক ডাম্পার একটি ট্রাক্টরকে ধাক্কা মারে। দুই চালক গুরুতর জখম হয়েছেন। তবে মৃত্যুর কোন খবর নেই।এই ঘটনার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। ইটাহার থানার পুলিশ পৌছে যান চলাচল স্বাভাবিক করে। গাড়ি দুটিকে আটক করা হয়েছে।কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল পুলিশী তদন্ত শুরু হয়েছে।