Home /News /south-bengal /
শীতের হালকা রোদ আর দূরের পাহাড়ের সবুজ মেখে পিকনিক বিলাসীদের জন্য প্রস্তুত পুরুলিয়া

শীতের হালকা রোদ আর দূরের পাহাড়ের সবুজ মেখে পিকনিক বিলাসীদের জন্য প্রস্তুত পুরুলিয়া

  • Last Updated :
  • Share this:

#পুরুলিয়া: ডিসেম্বরের মাঝামাঝি। পৌষ পড়তে আর দিন দুই বাকি। দেরিতে হলেও, তাপমাত্রা কমতে শুরু করল। শীতটা যেন একটু একটু করে টের পেতে শুরু করেছে রাজ্যবাসী। আর তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে পিকনিকে মেতে উঠতে চায় মানুষ। দৈনন্দিন জীবনের ঝড়-ঝাপটা সরিয়ে রেখে একদিন একটু বেরিয়ে পড়া।

নাগরিক সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে ক্ষোভ-বিক্ষোভের আঁচ। কিন্তু পুরুলিয়া যেন অন্য জগতে। একটু একটু করে কমতে থাকা তাপমাত্রা। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ। ... এমন দিন যেন বেড়ানোর জন্যই। শীত উপভোগ করতে অনেকেই আসতে শুরু করেছেন পুরুলিয়ায়। শুধু ঘুরে বেড়ানোই নয়। কেউ কেউ অপেক্ষা করে থাকেন পিকনিকের জন্য। সকলে মিলে হই হুল্লোড়, দেদার খাওয়া দাওয়া। একটু একটু করে কাঁসাইয়ের পারে বাড়ছে ভিড়।

উঁকি দিচ্ছে শীতের জামা-কাপড়। হালকা শীত গায়ে মেখে যেন এক টুকরো খুঁশির আমেজ। বছর শেষের দিকে পা দিচ্ছে। সারা বছরের ক্লান্তি সরিয়ে রেখে একটু আনন্দে মাততে শুরু করেছে বাঙালি।

Published by:Simli Raha
First published:

Tags: Picnic, Purulia, Tourism