হোম /খবর /পুরুলিয়া /
চিন্তা নেই, আর ভুল হবে না গৌরিনাথ ধাম যাওয়ার রাস্তার, একঝলক দেখুন ভিডিও

Bangla News|| চিন্তা নেই, আর ভুল হবে না গৌরিনাথ ধাম যাওয়ার রাস্তার, একঝলক দেখুন ভিডিও

X
গৌরিনাথ [object Object]

Bangla News: ভক্তদের সুবিধার্থে উদ্বোধন হল গৌরীনাথ ধামের প্রবেশদ্বারের। এবার থেকে আর পথ হারাবেন না ভক্তরা!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ও বনভূমির সৌন্দর্যে মোড়া পুরুলিয়া জেলা। সারা বছরই ঋতু পরিবর্তনের পাশাপাশি এই জেলার রূপেরও পরিবর্তন হয়। ‌এই জেলার অন্যান্য তীর্থস্থান গুলির মধ্যে অন্যতম গৌরীনাথ ধাম। বছরে বিভিন্ন সময় বহু ভক্তের ঢল নামে এই ধামে। দূর-দূরান্ত থেকে ভক্তরা এই শিব মন্দিরে পুজো করতে আসেন। ‌

কথিত আছে, এই গৌরীনাথ ধাম খুবই জাগ্রত। এই মন্দিরে শিব নিজে ভক্তদের স্বপ্নাদেশ দিয়ে থাকেন। ভক্তদের সমস্ত মনস্কামনায় পূরণ করে থাকেন দেবাদিদেব। কিন্তু এই ধামের একটি বড় সমস্যা, গৌরীনাথ ধামের কোনও প্রবেশদ্বার নেই। ফলে অনেক সময়ই ভক্তরা রাস্তা হারিয়ে ফেলেন, অন্যদিকে চলে যেতেন। তাতে নানা সমস্যার সম্মুখীন হতে হত ভক্তদের। ‌ অবশেষে গৌরিনাথ ধামের প্রবেশদ্বারের উদ্বোধন করা হল।‌

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এ কী ঘটে গেল! সিবিআই গোয়েন্দাদের চমকে দিলেন বিধায়ক জীবনকৃষ্ণ 

বুধবার এই গৌরিনাথ ধামের প্রবেশদ্বারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাত। এই ধামের প্রবেশদ্বারের উদ্বোধনের উদ্যোগ নেন ঝাড়খণ্ডের চাষ বোকারোর বাসিন্দা কিরণচন্দ্র বাউরি। এ বিষয়ে কিরণ চন্দ্র বাউরি জানান, ১৯৯৪ সালে তিনি এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন।

আরও পড়ুনঃ নববর্ষের সকালে তৃণমূল নেতা-নেত্রীর মুখে এ কেমন কথা! তোলপাড় বাংলা, ব্যাপক চর্চা শুরু

মন্দিরের প্রবেশদ্বার না থাকার কারণে তিনি রাস্তা হারিয়ে অনেকটা দূর চলে যান এবং তিনি দেখতে পান তার মত অনেক মানুষ রাস্তা হারিয়ে অন্য পথে চলে যাচ্ছেন। সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই মন্দিরের প্রবেশদ্বার উদ্বোধন করবেন। সেইমতো তার বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি উদ্বোধন করেন গৌরিনাথ ধামের প্রবেশদ্বারের।

সারা বছরই কম-বেশি ভক্ত সমাগম হয়ে থাকে পুরুলিয়ার এই গৌরিনাথ ধামে। ভক্তদের সুবিধার্থে প্রবেশদ্বার তৈরি হওয়ায় অনেকটাই উপকৃত হবে ভক্তরা, এমনটাই মনে করা হচ্ছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Shubhagata Dey
First published:

Tags: Purulia