#পুরুলিয়া: দীর্ঘ অপেক্ষার অবসান। অগাস্টের শুরুতে নিম্নচাপের জেরে কিছুটা বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। জুন, জুলাই মাসে বৃষ্টির ঘাটতিতে ব্যাপক লোকসানের আশঙ্কায় ছিলেন কৃষকরা। অগাস্টের এই বৃষ্টিতে নতুন করে আশা দেখছেন দক্ষিণবঙ্গের কৃষকরা।
জুন-জুলাই মাসে বৃষ্টির রেকর্ড ঘাটতিতে আতঙ্কে ছিলেন পুরুলিয়ার কৃষকরা। ধান চাষের বীজতলার জন্যও পাননি পরিমাণমতো জল। অগাস্টের শুরুতে নিম্নচাপের বৃষ্টি পেতেই ধানের চারা পোতার কাজ শুরু করে দিয়েছেন কৃষকরা। তাদের আশা, অগাস্টে ঠিকঠাক বৃষ্টি হলে ক্ষতি অনেকটাই কমবে।
নিম্নচাপের বৃষ্টি হাসি ফুটিয়েছে বনগাঁর কৃষকদের মুখেও। গরু, লাঙল নিযে নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছেন তারা। তবে লোকশান এড়াতে চাই একটানা ভারী বৃষ্টিপাত। অগাস্টের বৃষ্টিতে নতুন করে আশা দেখছেন দক্ষিণবঙ্গের কৃষকরা।