হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পুরুলিয়ায় ২০ টি ব্লকের ১৫ টিতে নতুন মুখ

পুরুলিয়ায় ২০ টি ব্লকের ১৫ টিতে নতুন মুখ

সদ্য বিজেপি থেকে এসেই ব্লক সভাপতির দায়িত্বে, উঠছে প্রশ্ন l পুরুলিয়ায় ২০ টি ব্লকের ১৫ টিতে নতুন মুখ l দলে ব্যাপক রদবদলে ক্ষোভ থাকলেও তা তেমন বহিঃপ্রকাশ নেই

  • Share this:

#পুরুলিয়া: সদ্য বিজেপি থেকে এসেই ব্লক সভাপতির দায়িত্বে, উঠছে প্রশ্ন l পুরুলিয়ায় ২০ টি ব্লকের ১৫ টিতে নতুন মুখ l দলে ব্যাপক রদবদলে ক্ষোভ থাকলেও তা তেমন বহিঃপ্রকাশ নেই l পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে আজ তৃণমূলের নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষনা হল l উপস্থিত ছিলেন তৃনমূল জেলা সভাপতি গুরুপদ টুডু, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা যুব সভাপতি l এদিন ২০ টি ব্লকের সভাপতির নাম ঘোষনা হয় l তার মধ্যে নতুন মুখ ১৫ টি lতবে উল্লেখযোগ্য বিষয় একমাসও হয়নি দলে যোগ দিয়েছিলেন জয়পুরের প্রাক্তন বিজেপি নেতা শঙ্কর নারায়ণ সিংহদেও l দলে ঢুকেই ব্লক সভাপতির দায়িত্ব পেলেন তিনি l এ নিয়ে নানান প্রশ্ন উঠলেও প্রকাশ্যে মুখ খুলতে চায়নি কেও l গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় ভরাডুবি হয় শাসক দলের l সম্প্রতি পুরুলিয়ায় বদল করা হয় তৃনমূল জেলা সভাপতিকে lবলরামপুর বিধানসভার বিধায়ক তথা জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতো দীর্ঘদিন তৃনমূল জেল সভাপতির পদে ছিলেন l বদলে নতুন তৃনমূল জেলা সভাপতি করা হয় গুরুপদ টুডুকে l বিশেষ করে জেলার ২০ টি ব্লকের ১৫ ব্লক সভাপতিকে বাদ দিয়ে নিয়ে আসা হয়েছে নতুন মুখ l আগামী ভোট যুদ্ধের রণকৌশল ঠিক করছে শাসক দল l দলে নতুন দায়িত্ব পেয়ে জেলাকে নতুন করে সাজাচ্ছে গুরুপদ টুডু l

রিপোর্ট- ইন্দ্রজিৎ মণ্ডল

Published by:Akash Misra
First published:

Tags: Purulia