পূর্ব বর্ধমান: কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সামনেই জয়েন্ট বিডিও ও সরকারি আধিকারিকদের গাড়ি আটকে ক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে জেলা প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলার প্রশাসনিক আধাকারিকরা। কেন বাসিন্দারা স্থানীয় প্রশাসনের ওপর এতটা ক্ষুব্ধ হয়ে রয়েছেন তা দেখা হচ্ছে বলে জেলার এক পদস্থ কর্তা জানিয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
কেন্দ্রীয় প্রতিনিধির দল মঙ্গলবার জামালপুর আসছেন বলে খবর ছিল বাসিন্দাদের কাছে। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন, অভাব অভিযোগ জানাবেন বলে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা।
জামালপুর দু নম্বর পঞ্চায়েত অফিসের সামনে নীল বাতি লাগানো গাড়ি দেখে সেই গাড়ি ঘিরে তারা ক্ষোভ দেখায়। তার পেছনেই আটকে পড়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি। জয়েন্ট বিডিওকে ঘিরে ক্ষোভ উগড়ে দেন মহিলারা।
আরও পড়ুন - West Bengal Weather Update: বৃষ্টির চোখ রাঙানি একাধিক জেলায়, ফের ফিরবে শীতের ঠান্ডা ,রইল ওয়েদার আপডেট
তাদের অভিযোগ, গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পের টাকা লুট করা হচ্ছে। প্রকল্পের নামে যখনই টাকা আসছে তখনই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সেই টাকা তুলে নেওয়া হচ্ছে। এমন কি যে গাছের চারা তাদেরকে দেওয়া হয়েছিল সেই গাছ যখন বড় হয়, গাছও কেটে নেওয়া হচ্ছে। সমবায়ের জন্য যে হাঁস, মুরগি, গরু, ছাগল আসছে সেগুলো সমবায় পর্যন্ত বিডিও থেকে উপভোক্তাদের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। বিডিও অফিস থেকে সেগুলো বিলি করে দেওয়া হচ্ছে। জামালপুরের বিডিও অফিস থেকেই এসব কাজ করা হচ্ছে। বার বার প্রশাসনের সব জায়গায় জানিয়েও কোনও সুরাহা মেলেনি।
জেলার একাধিক জায়গায় স্বয়ম্ভর গোষ্ঠীর কাজের প্রশংসা করেছেন কেন্দ্রীয় দলের এই সদস্যরা। ব্যক্তিগত ভাবে গোষ্ঠীর সদস্যদের পুরস্কৃত করেছেন তাঁরা। জামালপুরে তাঁরা দেখলেন অন্য চিত্র। ক্ষুব্ধ স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের অভিযোগ শোনেন তাঁরা।
এ ব্যাপারে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।