#পূর্ব বর্ধমান: ফের হাতির হানা পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামে। বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দল ছুট দাঁতাল হাতি (Elephant) বুধবার সকালে আউশগ্রামের ভাল্কি অঞ্চলের ডোমবাঁধির জঙ্গলে ঢুকে পড়ে।
এদিন ভোরে দামোদর নদ পেরিয়ে গলসির শিল্যা, পারাজ, কোন্দাইপুর হয়ে জামতারা গ্রামে ঢোকে দাঁতালটি৷ গ্রামের একাধিক কাঁচা বাড়ির আংশিক ক্ষতি করেছে দলছুট হাতিটি (Elephant)। সবজি ক্ষেতেরও ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। পড়ে বন দফতরের কর্মীরা পটকা ফাটিয়ে তাড়া করে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে প্রতাপপুর জঙ্গলে পাঠায়।
আরও পড়ুন - Extramarital Affair: দু' বছর ধরে বৌদির সঙ্গে প্রেম, হঠাৎই মুখ ঘোরাল বৌদি, তারপর
এই মুহূর্তে হাতিটি আউশগ্রামের জঙ্গলেই রয়েছে। দলছুট এই হাতিটিকে নিয়ে যথেষ্টই আতঙ্কিত এলাকাবাসী। উল্লেখ্য মাস দু'য়েক আগে ৫০ টি হাতির দল দামোদর পার হয়ে গলসি হয়ে আউশগ্রামে ঢুকেছিল।সপ্তাহ খানেক ধরে এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় দলমার দলটি।ধানের চরম ক্ষতি হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant, Purba bardhaman