হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ফের বজ্রপাতে ৩ জনের মৃত্যু পূর্ব বর্ধমানে, আহত ১১

Purba Bardhaman: ফের বজ্রপাতে ৩ জনের মৃত্যু পূর্ব বর্ধমানে, আহত ১১

মৃতরা ভাতার মঙ্গলকোট ও মন্তেশ্বরের বাসিন্দা

  • Share this:

পূর্ব বর্ধমান: ফের বজ্রপাতে মৃত্যু পূর্ব বর্ধমান জেলায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ জনের, আহত ১১ জন। মৃতরা ভাতার মঙ্গলকোট ও মন্তেশ্বরের বাসিন্দা।

গতকাল পূর্ব বর্ধমান জেলায় বজ্রপাতে মৃত্যু হয় তিন ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে জেলা জুড়ে কালবৈশাখীর তাণ্ডবের জেরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া,মঙ্গলকোট ও ভাতারে বজ্রপাতে মৃত্যু হয় ৩ জনের । এদিন দুপুর প্রায় দেড়টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর ঝড়জল শুরু হয়। পাশাপাশি চলে মুহুর্মুহু বজ্রপাত। মৃতদের নাম দীপক পাল(৫৮), আপাল লোহার (৪১) ও শেখ মনসুর আলি (৩২) । বজ্রপাতে মৃত দীপক পালের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া থানার কুয়ারা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, কাটোয়া থানার কোয়ারা গ্রামের বাসিন্দা দীপক পাল এদিন সকাল থেকেই মাঠে বোরো ধান কাটার কাজ করছিলেন। দুপুরে প্রাকৃতিক দূর্যোগ শুরু হলে তিনি বাড়ি ফিরে আসছিলেন । সেই সময় বজ্রপাতে মাঠেতেই মৃত্যু হয় দীপকের। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে আনে।

দ্বিতীয়জন মঙ্গলকোটের জহরপুর গ্রামের বাসিন্দা আপাল লোহার। মঙ্গলকোটের জহরপুর গ্রামের বাসিন্দা আপাল লোহার এদিন দুপুরে বাড়ির কিছুটা পাশেই একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন । স্নান সেরে বাড়ি ফেরার পথে তিনি ঝড়জলের কবলে পড়েন। তখনই বজ্রপাতে তাঁর প্রাণ যায় । এদিন প্রাকৃতিক দুর্যোগে মৃত তৃতীয়জনের বাড়ি ভাতার থানার বেলেন্ডা গ্রামে। মাঠ থেকে গরুর গাড়িতে ধান বোঝাই করে বাড়ি ফেরার পথে মৃত্যু হল ভাতার থানার বেলেন্ডা গ্রামের বাসিন্দা শেখ মনসুর আলি নামে এক যুবকের ।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Purba bardhaman