হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দু' দিনের যুদ্ধ জয়! সিউড়িতে গভীর গর্ত থেকে উদ্ধার আটকে থাকা কুকুর ছানা

Dog Rescued in Birbhum: দু' দিনের যুদ্ধ জয়! সিউড়িতে গভীর গর্ত থেকে উদ্ধার আটকে থাকা কুকুর ছানা

সিউড়িতে কুকুর ছানাকে গর্ত থেকে উদ্ধার করার চেষ্টা চলছে৷

সিউড়িতে কুকুর ছানাকে গর্ত থেকে উদ্ধার করার চেষ্টা চলছে৷

খড়্গপুরে অমানবিকতার উল্টো ছবি ধরা পড়ল বীরভূমের সিউড়িতে৷ এক্ষেত্রেও কেন্দ্রবিন্দুতে একটি কুকুর ছানা (Dog Rescued in Birbhum)৷

  • Share this:

#সিউড়ি: মাত্র কয়েক দিন আগেই খড়্গপুরে একটি কুকুরের পায়ে বোমা বেঁধে ফাটিয়ে পৈশাচিক উল্লাসে মেতেছিল কয়েকজন৷ সেই অমানবিক খবরে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী৷

খড়্গপুরে অমানবিকতার উল্টো ছবি ধরা পড়ল বীরভূমের (Birbhum )সিউড়িতে৷ এক্ষেত্রেও কেন্দ্রবিন্দুতে একটি কুকুর ছানা৷ দু' দিনের চেষ্টায় প্রাণ বাজি রেখে সেখানে গর্ত থেকে উদ্ধার করা হল ওই কুকুর ছানাটিকে (Dog Rescued in Birbhum)৷

বীরভূমের সিউড়ির নিউ ডাঙাল পাড়ায় কুয়োর পাশে তৈরি হওয়া গভীর গর্তে দু' দিন ধরে পড়েছিল একটি কুকুর ছানা। শোনা যাচ্ছিল শুধু কান্নার আওয়াজ। প্রথমে বুঝতে না পারলেও স্থানীয়রা কিছুক্ষণ পরে বুঝতে পারেন, গভীর গর্তের মধ্যে থেকেই কুকুর ছানাটির আর্তনাদ ভেসে আসছে। কিন্তু কীভাবে ওই কুকুর ছানাটিকে উদ্ধার করা হবে বা কে নিজের জীবনের বাজি রেখে ওই গর্তের ভিতর ঢুকে উদ্ধার করবে ছানাটিকে? অসহায়ের মতো সেকথাই ভাবছিলেন এলাকার বাসিন্দারা৷

আরও পড়ুন: খাবারে বিষ? কালীপুজোর রাতে কুকুরদের খুনের চেষ্টা! নৃশংসতার সাক্ষী এবার হাওড়া...

শেষ পর্যন্ত সাহায্যে চেয়ে খবর দেওয়া হয় সিউড়ির একটি সংস্থা 'নির্বাকন্ন' -কে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় এই সংস্থার সদস্যরা। ঠিক তার পরই নিজেদের জীবন  বাজি রেখে ওই কুকুরের ছোট্ট বাচ্চাটিকে উদ্ধার করতে কুয়োতে নামেন স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকজন সদস্য। এর পর কুকুর ছানাটি যে গর্তে পড়ে গিয়েছিল, তার পাশেই সমান্তরাল একটি গর্ত তৈরি করা হয়৷ সেই গর্তের ভিতর দিক দিয়ে গিয়ে অবশেষে গর্তে পড়ে থাকা বাচ্চাটির কাছে পৌঁছে তাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

আরও পড়ুন: পথকুকুরের পায়ে বাজি বেঁধে বিস্ফোরণ, আলোর উৎসবে পৈশাচিক ঘটনা বাংলায়

গর্তের ভিতরে অক্সিজেন কম থাকায় বাচ্চাটি একটু অসুস্থ হয়ে পরে। তবে এই সংস্থার সদস্যরাই বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা করেন এবং বাচ্চাটির মায়ের কাছে ফিরিয়ে দেয়। কম অক্সিজেন থাকায় গর্তের মধ্যে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয় নির্বাকন্নের সদস্যদের । তবে এই ঘটনাই নির্বাকন্ন নজির সৃষ্টি করলেও তা কিন্তু প্রথম নয় । এর আগে কুকুরদের  রক্ত দিয়ে এবং নানা রকম উদ্যোগ নিয়ে এই সংস্থা নজির সৃষ্টি করেছে ।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Birbhum, Dog