#কলকাতা: এবার সোনারপুরে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। স্পেশাল ট্রেনে নিত্যযাত্রীদের উঠতে না দেওয়ার ক্ষোভ উগরে দিলেন কয়েকশো যাত্রী। পাশাপাশি শিগগির লোকাল ট্রেন (Local Train) ট্র্যাকে নামানোর দাবি উঠল এই অবরোধ। অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিন শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে।
রেল অবরোধের জেরে জরুরি পরিষেবার সাথে যুক্তরা অনেরোধকারীড়কেই কর্মক্ষেত্রে যেতে ভোগান্তিতে পড়েছেন। এদিন ঘটনাস্থলে সোনারপুরের জিআরপি ও আরপিএফ দীর্ঘক্ষণ কথা বলেছেন অবরোধকারীদের সঙ্গে। অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছেন তাঁরা। কিন্তু দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কোনও সমঝোতা করা যায়নি। একটানা ট্রেন বন্ধে শিঁকেয় উঠেছে কাজ। এদিকে সঞ্চয় শেষ। টান পড়ছে পেটে। বিক্ষুব্ধরা এই কারণেই চাইছেন ট্রেন চলুক আগের মতো।
বেলাগাম করোনার মোকাবিলায় শপথগ্রহণের দিনেই সবার প্রথমে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পেরিয়ে গিয়েছে প্রায় দেড় মাস। ইতিমধ্যে ট্রেন চালাতে চেয়ে চিঠি দিয়েছে রেল। সূত্রের খবর, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল উভয়েই রাজ্যকে চিঠি দিয়েছে অনুমতি চেয়ে। রাজ্যকে জানানো হয়েছে বহু লোক রুজির তাগিদে রাস্তায় বের হচ্ছে। এই অবস্থায় এ ভাবে কম ট্রেন চললে হিতে বিপরীত হতে পারে, বাড়তে পারে কোভিড। তাই রেল চাইছে পরিষেবা অবিলম্বে বাড়ানো হোক।
শুধু জনস্বার্থেই নয় রয়েছে অর্থনীতির প্রশ্নও। দীর্ঘদিন ধরে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেনগুলি শুধু চালু থাকায় রেলের আয় তলানিতে ঠেকেছে। রেল সূত্রে খবর, শুধুমাত্র হাওড়া ডিভিশনে এপ্রিল মাসে প্রতিদিন ৫৬ লক্ষ টাকা আয় হত। এখান থেকেই রেলের দৈনিক ক্ষতির পরিমাণটা বোঝা সম্ভব। কিন্তু করোনার কথা মাথায় রেখেই রাজ্য চায় ধাপে ধাপে পরিষেবা বাড়াতে ইতিমধ্যেই চালু হয়েছে বেশ কয়েকটি ইন্টারসিটি। অল্প সময়ের মধ্যে লোকাল পরিষেবাও চালু হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
-Arpan Mandal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Local Train