#জঙ্গলমহল: আরও জোরাল হল জঙ্গলমহলে বাঘের অস্তিত্ব। সোমবার বিনপুরের মালাবতীর জঙ্গলের পর মঙ্গলবারও ঝাড়গ্রামের পাথরচাকরি ও বেলপাহাড়ির ভুলাভেদায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়। সকালে পাথরচাকরিতে বাঘ দেখা গেছে বলে দাবি গ্রামবাসীদের। সরাসরি না বললেও সম্ভাবনা উড়িয়ে দেননি মুখ্য বনপাল পশ্চিমাঞ্চল শিবশঙ্কর দে। হাড়হিম করা আতঙ্ক এখন জঙ্গলমহল জুড়ে।
বিনপুরের মালাবতীর জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ যে বাঘেরই তা কার্যত স্বীকার করেছিল বন দফতর ৷ সেই সম্ভাবনা আরও জোরাল হয়ে এখন হাড়হিম করা আতঙ্ক বিনপুরেরই পাথরচাকরি ও বেলপাহাড়ির ভুলাভেদায় ৷ এদিন সকালে নতুন করে পায়ের ছাপ মেলে বিনপুরের বরারগঞ্জের পাথরচাকরি গ্রামে ৷
সকাল সাতটা নাগাদ শাবক সহ বাঘ দেখা যায় ঘরের দোরেই, দাবি গ্রামবাসীরআতঙ্কে কার্যত বনধের চেহারা নেয় ওই এলাকা ৷ বেঁধে রাখা হয় গবাদি পশু ৷ জঙ্গলে পাতা কুড়োতে যাওয়ার সাহস করেননি কেউ ৷ বাচ্চাদের পাঠান হঠনি স্কুলে ৷ এই এলাকার খুব কাছেই মালাবতীর জঙ্গল,যেখানে দেখতে পাওয়া পায়ের ছাপ কার্যত বাঘেরই বলে সোমবার স্বীকার করে নেয় বন দফতর ৷ মঙ্গলবার পাথরচাকরি তে পৌঁছন বন দফতরের কর্মীরা ৷
বেলা বাড়তেই নতুন করে আতঙ্ক ৷ এবার বেলপাহাড়ির ভুলাভেদায় ৷ অজানা জন্তুর পায়ের ছাপ মেলায় ছড়ায় আতঙ্ক ৷ এলাকায় পৌঁছয় বন দফতরের টিম ৷
মুখ্য বনপাল পশ্চিমাঞ্চল জানান, পায়ের ছাপ দেখে গতিবিধি সম্পর্কে এমন আভাস মিলছে, বাঘটি চলে যেতে পারে ঝাড়খণ্ডের দিকে ৷শুধু বাঘের খোঁজে তল্লাশিই নয়,লালগড়ের পরিঁণতির কথা মাথায় রেখে গ্রামবাসীদের সচেতন করার দিকেও নজর রাখছে বন দফতর ৷ এ মাসের ১৩ তারিখ জঙ্গলমহলে শিকার উতসব ৷ তার আগেই বাঘের খোঁজ পেতে চাইছে বন দফতর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jangalmahal, Tiger, Tiger in Jangalmahal