• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ফের প্রোমোটাররাজের শিকার এক দম্পতি !

ফের প্রোমোটাররাজের শিকার এক দম্পতি !

ফ্ল্যাট কিনে থাকতে শুরু করার পরেও প্রোমোটার জোর করে জিনিসপত্র বের করে দিয়ে নিজের দখলে নিয়ে নেয় ফ্ল্যাটটি বলে অভিযোগI

ফ্ল্যাট কিনে থাকতে শুরু করার পরেও প্রোমোটার জোর করে জিনিসপত্র বের করে দিয়ে নিজের দখলে নিয়ে নেয় ফ্ল্যাটটি বলে অভিযোগI

ফ্ল্যাট কিনে থাকতে শুরু করার পরেও প্রোমোটার জোর করে জিনিসপত্র বের করে দিয়ে নিজের দখলে নিয়ে নেয় ফ্ল্যাটটি বলে অভিযোগI

 • Share this:

  #সোনারপুর:  আবার প্রোমোটাররাজের শিকার এক দম্পতি I ফ্ল্যাট কিনে থাকতে শুরু করার পরেও প্রোমোটার জোর করে জিনিসপত্র বের করে দিয়ে নিজের দখলে নিয়ে নেয় ফ্ল্যাটটি বলে অভিযোগI

  গত ৯ মার্চ প্রোমোটার তপন মণ্ডলের কাছ থেকে ১৫ লক্ষ টাকা দিয়ে প্রথম তলার ৮৫০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট নেন সনৎ ও দোলা ঘোষ নামের এক দম্পতি I তখন তারা নোটারি করে রেখেছিলেন প্রোমোটারের কাছ থেকে I এর পর গত ১৬ মার্চ ফ্ল্যাটটির দখলে নেওয়ার পর পাঁচ বছরের একটি শিশুকন্যাকে নিয়ে থাকতে শুরু করে ওই দম্পতি I

  এরপর কিছুদিন পর থেকে প্রোমোটারকে রেজিস্ট্রি করতে বললেও তিনি তা করতে চাইছিলেন না বলে অভিযোগ I উল্টে ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার জন্য নানা ভাবে চাপ দিতে থাকে I এরপর ওই দম্পতি ফ্ল্যাটটি ছাড়তে নারাজ I

  শুক্রবার দোলাদেবীর স্বামী ফ্ল্যাটে ছিলেন না ,দুপুরের পর শিশুকন্যাকে ডাক্তার দেখানোর জন্য ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান ৷ কয়েক ঘণ্টা পর খবর পান যে অভিযুক্ত প্রোমোটার ফ্ল্যাট থেকে সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দিয়েছে I এর পর দোলাদেবী অসহায় অবস্থায় ১০০ নম্বরে ফোন করে সাহায্য চান I যদিও সোনারপুর থানা থেকে পুলিশদের আসতে দীর্ঘ সময় লেগে যায় I এর ফলে পালিয়ে যায় প্রোমোটার তপন মন্ডল I

  তারপর গতদিনের প্রোমোটারের দুই সাকরেদকে গ্রেফতার করে আজ মূল অভিযুক্ত প্রোমোটার তপন মণ্ডলকে সোনারপুর থানার পুলিশ গ্রেফতার করে ৷ আজ, সোমবার তাকে বারুইপুর আদালতে তোলা হল ।

  First published: