হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লকডাউনের জেরে উৎপাদন কমেছে দুর্গাপুর ইস্পাত কারখানায়

লকডাউনের জেরে উৎপাদন কমেছে দুর্গাপুর ইস্পাত কারখানায়

৫৫ শতাংশ কর্মী নিয়ে কারখানার অতি অবশ্যক বিভাগগুলিতে কাজ হচ্ছে।

  • Last Updated :
  • Share this:

#দুর্গাপুর: রাষ্ট্রায়াত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় স্থায়ী ও ঠিকা শ্রমিক মিলিয়ে ১২ হাজার শ্রমিক কাজ করে। কিন্তু লকডাউন ঘোষনা হওয়ার পরেই শ্রমিকদের হাজিরায় রোটেশন পদ্ধতি শুরু করে কারখানা কর্তৃপক্ষ। ৫৫ শতাংশ কর্মী নিয়ে কারখানার অতি অবশ্যক বিভাগগুলিতে কাজ হচ্ছে।

ব্লাস্ট ফার্নেস স্লো ডাউন করা হয়েছে, হুইল এন্ড এক্সেল বিভাগ ও এমএসএম বিভাগ আপাতত বন্ধ। সেকসন মিলও বন্ধ, তবে ক্ষতি কমাতে দুই এক দিনের মধ্যেই সেকসন মিল চালু করতে চাইছে কারখানা কর্তৃপক্ষ।একমাত্র মার্চেন্ট মিল স্বাভাবিক ভাবেই চলছে। যেহেতু অনেক বিভাগ আপাতত বন্ধ রয়েছে তাই এই সুযোগে সেগুলি মেরামতির কাজ শুরু হয়েছে। কারণ স্বাভাবিক ভাবে উৎপাদন শুরু হলে কোনও আসুবিধা না হয়।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Durgapur Steel Factory, Lockdown