হোম /খবর /দক্ষিণবঙ্গ /
১লা জুন থেকে নদিয়া জেলায় বেসরকারি বাস চলাচলের উদ্যোগ, উঠল একাধিক দাবি

১লা জুন থেকে নদিয়া জেলায় বেসরকারি বাস চলাচলের উদ্যোগ, উঠল একাধিক দাবি

নদিয়া কৃষ্ণনগর সহ জেলার বিভিন্ন রুটে হাজারের বেশি বেসরকারি বাস চলাচল করে। এর সঙ্গে জড়িয়ে কয়েক হাজার শ্রমিক।

  • Last Updated :
  • Share this:

#নদিয়া: ১লা জুন থেকে নদিয়া জেলায় বেসরকারি বাস চলাচলের উদ্যোগ, এবং তারই জেরে যৌথসভা। যৌথসভা হল বেসরকারি বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর। বৈঠকে উপস্থিত ছিলেন নদিয়া জেলা বাস মালিক সমিতি, আইএনটিটিইউসি ও সি আই টি ইউ সংগঠনের প্রতিনিধিরা।

নদিয়া কৃষ্ণনগর সহ জেলার বিভিন্ন রুটে হাজারের বেশি বেসরকারি বাস চলাচল করে। এর সঙ্গে জড়িয়ে কয়েক হাজার শ্রমিক। ১লা জুন থেকে বাস চালানোর জন্য যে বৈঠক হয় সবার তরফ থেকে সেখানে বাস চালক ও শ্রমিকদের জন্য বেশ কয়েকটি দাবি তোলা হয়।দাবিগুলো হল:১) বাস শ্রমিকদের বীমার আওতায় আনতে হবে।২) নিরাপত্তার কারণে মাস্ক, পিপিই কিট ও স্যানিটাইজার ব্যবস্থা করতে হবে।

৩) শ্রমিকদের দায়িত্ব সরকারকে নিতে হবে।

ইতিমধ্যে নদিয়া জেলায় নতুন করে করনা আক্রান্ত আরও ৪ জন। এই নিয়ে আক্রান্ত সংখ্যা হল ৭৯ জন। এর মধ্যে কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন। জেলায় মোট আক্রান্ত ৭৯ হওয়ায় চিন্তায় প্রশাসন৷ এর মধ্যে নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তারা সবাই পরিযায়ী শ্রমিক।

দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । একের পর এক ট্রেনে-বাসে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন । আক্রান্তের সংখ্যার অধিকাংশই বাইরের রাজ্য থেকে আসা শ্রমিক । বিশেষ করে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, দিল্লি থেকে রাজ্যে ফেরা শ্রমিকদের দেহেই পাওয়া গিয়েছে করোনার জীবাণু ।

নতুন করে বহু জেলায় করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে । গ্রিন জোনগুলিও আর রেহাই পাচ্ছে না ।

Published by:Pooja Basu
First published:

Tags: Private bus, South bengal news