#নদিয়া: ১লা জুন থেকে নদিয়া জেলায় বেসরকারি বাস চলাচলের উদ্যোগ, এবং তারই জেরে যৌথসভা। যৌথসভা হল বেসরকারি বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর। বৈঠকে উপস্থিত ছিলেন নদিয়া জেলা বাস মালিক সমিতি, আইএনটিটিইউসি ও সি আই টি ইউ সংগঠনের প্রতিনিধিরা।
নদিয়া কৃষ্ণনগর সহ জেলার বিভিন্ন রুটে হাজারের বেশি বেসরকারি বাস চলাচল করে। এর সঙ্গে জড়িয়ে কয়েক হাজার শ্রমিক। ১লা জুন থেকে বাস চালানোর জন্য যে বৈঠক হয় সবার তরফ থেকে সেখানে বাস চালক ও শ্রমিকদের জন্য বেশ কয়েকটি দাবি তোলা হয়।
ইতিমধ্যে নদিয়া জেলায় নতুন করে করনা আক্রান্ত আরও ৪ জন। এই নিয়ে আক্রান্ত সংখ্যা হল ৭৯ জন। এর মধ্যে কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন। জেলায় মোট আক্রান্ত ৭৯ হওয়ায় চিন্তায় প্রশাসন৷ এর মধ্যে নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তারা সবাই পরিযায়ী শ্রমিক।
দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । একের পর এক ট্রেনে-বাসে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন । আক্রান্তের সংখ্যার অধিকাংশই বাইরের রাজ্য থেকে আসা শ্রমিক । বিশেষ করে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, দিল্লি থেকে রাজ্যে ফেরা শ্রমিকদের দেহেই পাওয়া গিয়েছে করোনার জীবাণু ।
নতুন করে বহু জেলায় করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে । গ্রিন জোনগুলিও আর রেহাই পাচ্ছে না ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Private bus, South bengal news