হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পুলিশের পরানো হাতকড়া নিয়েই দৌড়ে পালাল আসামি! তারপর...

পুলিশের পরানো হাতকড়া নিয়েই দৌড়ে পালাল আসামি! তারপর...

বুধবার দুপুরে কোর্ট লপআপ থেকে সিউড়ি আদালতে নিয়ে যাওয়ার পর এজলাসের সামনে থেকেই হাতকড়া সমেত পালায়ে যায় আসামী।

  • Last Updated :
  • Share this:
#বীরভূম: হ্যান্ডকাপ হাতে আদালত চত্বর থেকে পলোনোর চেষ্টা আসামির , কোর্ট লক আপ পুলিশের তৎপরতায় পাকড়াও ফের। মঙ্গলবার বিকালে সিউড়ি হাটজন বাজারের বাসিন্দা সজল চক্রবর্তীকে NDPS কেসে গ্রেফতার করে সিউড়ী থানার পুলিশ। বুধবার দুপুরে কোর্ট লপআপ থেকে সিউড়ি আদালতে নিয়ে যাওয়ার পর এজলাসের সামনে থেকেই হাতকড়া সমেত পালায়ে যায় আসামী।আসামীর পেছনে মোটরসাইকেল নিয়ে একাই ধাওয়া করে কোর্টের লক আপের পুলিশ কর্মী মীর আলম হোসেন...আসামী ছুটতে ছুটতে পৌঁছে যায় কোর্ট থেকে প্রায় তিন কিমি দূরে 14 নম্বর জাতীয় সড়কের BIET কলেজ ক্যাম্পাসের কাছে। সেখানে আসামী ঝোপে ঢুকে গেলে মীর আলম হোসেন বাইক ফেলে আবার ছোটে তার পেছনে। আর হেল্প হেল্প বলে চেঁচাতে থাকে.. তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় BIET কলেজের ছাত্রছাত্রীরা। অবশেষে আলম ও ছাত্রছাত্রীরা দৌড়ে ধরে ফেলে আসামিটিকে এরপর ছাত্র-ছাত্রীদের সহায়তায় নিজের মোটরসাইকেলে চাপিয়ে ফের আদালতে হাজির করে ওই আসামিকে।ঘটনায় সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন NDPS আদালতে ভিড় যেভাবে বাড়ছে তাতে এই ঘটনা ফের ঘটতে পারে অবিলম্বে ওই জায়গায় পুলিশি নজরদারি বেশি করে বাড়ানো উচিত।Supratim Das
Published by:Elina Datta
First published: