corona virus btn
corona virus btn
Loading

সুপুষ্টি দিবসে শুধু ছবি তুলতে অন্তঃসত্ত্বাকে নানারকম পদ পরিবেশন, পরে মিলল শুধুই ডিম-ভাত

সুপুষ্টি দিবসে শুধু ছবি তুলতে অন্তঃসত্ত্বাকে নানারকম পদ পরিবেশন, পরে মিলল শুধুই ডিম-ভাত
  • Share this:

#নদিয়া: খাবারের ছবি তুলেই মুখের সামনে থেকে থালা সরিয়ে নেওয়ার অভিযোগ। সুপুষ্টি দিবস উদযাপনের নামে এক অন্তঃসত্ত্বাকে নানারকম পদ পরিবেশন করা হয় শান্তিপুরের এক আইসিডিএস সেন্টারে। অভিযোগ, ছবি তোলার পর শুধু ডিমের ঝোল-ভাত খেতে দেওয়া হয়।

ছবি তুলেই খাবার সরিয়ে নেওয়া হল অন্তঃসত্ত্বার সামনে থেকে । নদিয়ার শান্তিপুরের গোস্বামী পাড়ায় এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে। সোমবার সুপুষ্টি দিবস পালন করা হচ্ছিল আইসিডিএস সেন্টারে। নানারকম পদ সাজিয়ে দেওয়া হয় মৌমিতা সাধুখাঁর সামনে।

অভিযোগ, খাবারের ছবি তোলার পরই সরিয়ে নেওয়া হয়। বদলে শুধু ডিমের ঝোল আর ভাত খেতে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা এনিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। ঘটনার তদন্তে আসেন নদিয়া জেলার আইসিডিএস আধিকারিকরা। তাঁদের দাবি, ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা।

First published: July 30, 2019, 12:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर