#উত্তরপাড়া: তৃণমূলে বিক্ষুব্ধের তালিকায় নতুন সংযোজন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল৷ এ দিন হুগলির পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক৷ দলের আশঙ্কা বাড়িয়ে তিনি আরও জানিয়েছেন, যা বলার মঙ্গলবারই বলবেন৷
জেলা নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরেই মন কষাকষি চলছে প্রবীর ঘোষালের৷ সেই কারণেই দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর৷ শেষ পর্যন্ত খোদ দলনেত্রীর সভা এড়িয়ে তিনি দলকে চরম বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে৷ তৃণমূলের যে বিধায়করা বিজেপি-তে যেতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে, সেই তালিকায় অন্যতম প্রবীর ঘোষালের নাম৷
তবে প্রবীর ঘোষালের এই বিদ্রোহকে যথারীতি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'কে এলো, কে গেল তাতে কিছু আসে যায় না৷' তবে প্রবীর ঘোষাল অনুপস্থিত থাকলেও পুরশুড়ার সভায় হাজির হয়ে দলকে স্বস্তি দিয়েছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার৷ প্রসঙ্গত, অপরূপাও বিজেপি-তে যোগ দেবেন বলে কয়েকদিন আগে দাবি করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷
হুগলি জেলায় এবার কঠিন লড়াই তৃণমূলের৷ কারণ ২০১৯ লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি-র লকেট চট্টোপাধ্যায়৷ সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে পড়েছে শাসক দল৷ শুধু তাই নয়, যে পুরশুড়ায় এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে যাচ্ছেন সেখানেও প্রায় ২৬ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল৷ এই পরিস্থিতিতে প্রবীর ঘোষালের বিদ্রোহ তৃণমূলের কাছে নতুন অস্বস্তি৷
Abir Ghosal