#কলকাতা: বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। ব্যবসা মার খাচ্ছে উত্তর চব্বিশ পরগনার পোলট্রি মালিকদের। পোলট্রি মুরগির জন্য আদর্শ তাপমাত্রা আটাশ ডিগ্রি। কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। গরমে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মুরগি। বাজারেও জোগান কম। যেখানে ২৫ দিনে একটি মুরগির ওজন এক কেজি হয়ে যায়। সেখানে এক মাস পেরিয়ে গেলেও মুরগির ওজন পৌঁছচ্ছে ৯০০ গ্রামে। ভাইরাসের আতঙ্কে অনেকেই ফার্ম ফাঁকা করে দিচ্ছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।