#বর্ধমান: জমির উৎপাদিত আলুর দাম না পেয়ে আত্মঘাতী হল এক কৃষক। আত্মঘাতী আলু চাষীর নাম চন্দন পাল।
বাড়ি বর্ধমানের মেমারির কন্দর্পপুর গ্রামে। নিজের দু’বিঘে জমিতে আলু চাষ করেছিলেন চন্দন পাল। মঙ্গলবার কীটনাশক খেয়ে নেন আলুর জমিতে। তারপর পরিবারের লোকজন তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ আলু চাষ করার জন্য এক বিঘে জমি বন্ধক রেখেছিল চন্দন পাল। পাশাপাশি কিছু ঋণও ছিল। আলুর দাম নেই ,কিছু আলু বিক্রি করে দাম পান নি । আলুর দাম ও ঋণের চাপে পড়ে চন্দন পাল আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ পরিবারের।
রাজ্য সরকার চাষীদের কাছ থেকে সরাসরি আলু কেনার কথা ঘোষণা করলেও স্থানীয় কৃষকরা জানান, এখনও পর্যন্ত এক ছটাক আলু কেনেনি সরকার। বিঘে পিছু আলু চাষ করতে চাষীদের খরচ হয়েছে গড়ে ২০ হাজার টাকা। কিন্তু বর্তমানে আলুর যা দাম তাতে লাভ তো দূরের কথা আসল খরচই উঠবে না। যদিও বর্ধমান দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান, প্রাথমিক ভাবে জানা গিয়েছে এই চাষী ব্যক্তিগত সমস্যার কারণেই আত্মহত্যা ঘটিয়েছেন। আলু চাষের সঙ্গে কোনও সম্পর্ক নেই।