#বাঁকুড়া: মাওবাদীদের ডাকা বনধ মানতেই হবে৷ তা না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে! এমনই হুমকি পোস্টারের দেখা মিলল বাঁকুড়ায়৷ যদিও স্থানীয় বাসিন্দারাই সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন৷
বেশ কিছুদিন আগেই আগামী ৮ এপ্রিল রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা৷ ঝাড়গ্রামের বিনপুরে বনধের সমর্থনে মাওবাদী পোস্টারের দেখা মিলেছিল৷ এ দিন বাঁকুড়ার রাইপুর থানা এলাকার খয়েরবেনিতে একটি বাস যাত্রী প্রতীক্ষালয়ে মাওবাদীদের পোস্টার দেখতে পান স্থানীয়রা৷ পরে সেই পোস্টার ছিঁড়ে ফেলা হয়৷
আরও পড়ুন: রাতে বাঁকুড়া থেকে গ্রেফতার হলেন দু'জন, যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের!
মাওবাদীদের নামে মারা এই পোস্টারে অভিযোগ করা হয়, অপরাধীদের স্পেশ্যাল হোমগার্ড পদে চাকরি দিয়ে দুর্নীতিতে জড়িয়েছে রাজ্য সরকার৷ তারই প্রতিবাদে আগামী ৮ এপ্রিল বাংলা জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: মাথা কেটে নেওয়া হবে! চিঠি হাতে পেয়েই আঁতকে উঠলেন প্রধান শিক্ষিকা, পিছনে মাওবাদীরা?
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মাওবাদী শীর্ষ নেতা কিষানদা ওরফে প্রশান্ত বসু গ্রেফতার হওয়ার প্রতিবাদে মাওবাদীরা বনধ ডেকেছিল। সেই বনধে ভালো সাড়া পড়েছিল বাঁকুড়া সহ জঙ্গলমহলের জেলাগুলিতে। তার তিন মাস পরে ফের মাওবাদীরা ৮ এপ্রিল বনধের ডাক দিয়েছে।
গত কয়েক মাসে বেশ কয়েকটি ঘটনায় বাঁকুড়ায় ফের নতুন করে মাওবাদী তৎপরতার ইঙ্গিত মিলেছে৷ কয়েকদিন আগেই বারিকুল থানা এলাকা থেকে প্রচুর মাওবাদী নথি সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷ সাম্প্রতিকালে বাঁকুড়ার কয়েকটি জায়গায় মাওবাদী পোস্টারও উদ্ধার হয়েছে৷ বাঁকুড়ার একটি স্কুলের প্রধান শিক্ষিকাকেও মাওবাদীদের নাম করে হুমকি দেওয়া হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।