#বর্ধমান: গরিব-বড়লোক নির্বিশেষে বড়দিন হোক সকলের। আর তা নিশ্চিত করতেই মানবিক উদ্যোগ নিয়ে বাসিন্দাদের প্রশংসা পেল বর্ধমানের ইছলাবাদকিরণ সংঘ। এই ক্লাবের সদস্যরা নিজেরাই সান্টাক্লজ সেজে উপহার,কেক, বিস্কুট সহ নানান সামগ্রী তুলে দিলেন দরিদ্র, অসহায় ও পথ শিশুদের হাতে। সান্টার হাত থেকে অভাবিত এই উপহার পেয়ে খুশি তারাও। এদিন বর্ধমানের ইছলাবাদ কিরণ সংঘের সদস্যরা শহরের বিভিন্ন বস্তি এলাকা, রাস্তায় ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র, পথশিশু ও ভবঘুরেদের হাতে কেক, অন্যান্য খাবার তুলে দেন। সকলের সঙ্গে খাবার ভাগ করে নিয়ে বড়দিন পালনের মাধ্যমে ক্লাবের সদস্যরা বড় মনের পরিচয় দিল- এমনটাই অভিমত শহরের বাসিন্দাদের।
এই উদ্যোগকে শহরের বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। আর যারা এই ভালোবাসার পরশ পেলো তারাও খুব খুশি। ক্লাবের সম্পাদক কাজল চক্রবর্তী এবং সভাপতি পার্থ ধর জানান, এই ধরনের কর্মসূচি বেশ কয়েক বছর ধরেই চালিয়ে আসা হচ্ছে। আসলে বছর শেষের এই সময় আমরা সকলে ভালোভাবে কাটালেও যাদের কেউ নেই সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর একটা ছোট্ট প্রয়াস। আমরা সারাবছর ধরে নানান সামাজিক কাজ করে থাকি এবং আগামী দিনেও এভাবেই সবার পাশে থাকতে চাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas, South bengal news