Home /News /south-bengal /
করোনা যুদ্ধে সামিল সাফাইকর্মীদের নিয়ে জন্মদিন পালন!

করোনা যুদ্ধে সামিল সাফাইকর্মীদের নিয়ে জন্মদিন পালন!

কেক কেটে সাফাইকর্মীদের নিজের হাতেই খোলেন কেক, দিলেন উপহারও | 

  • Share this:

#হাওড়া: প্রতি বছরই ঘুরে ঘুরে আসে জন্মদিন, কখনোই সেভাবে পালন করতে দেখা যায়নি হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ( সাফাই বিভাগ )  ও আই এফ এ  এর সহ সভাপতি শ্যামল মিত্রকে | এই বছর এক কঠিন সময়ের সামনে দাঁড়িয়ে তিনি জন্মদিন পালন করলেন | হাওড়া পুরসভার ২৬ নাম্বার ওয়ার্ডের একটি মাঠে হল জন্মদিন পালন৷ কেকও কাটলেন তবে কোনও উচ্ছ্বাস দেখানো হল না |  ১০০ জন সাফাইকর্মীদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করে সাফাইকর্মীদের মনোবল বাড়ালেন শ্যামলবাবু |

কেক কেটে নিজের হাতে সাফাইকর্মীদের খাওয়ালেন কেক, এমনকী উপহার হিসাবে সকল সাফাইকর্মীদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী ও সাবান | জন্মদিনে শ্যামল বাবুকে শুভেচ্ছাও দিলেন সোশ্যাল ডিস্টেনসিং মেনেই৷ শ্যামল বাবুর দাবি, 'জন্মদিন সেভাবে কোনোদিনই পালন করি না কিন্তু এই বছরে এই কঠিন সময়ে দাঁড়িয়ে রাস্তায় নেমে লড়াই করা মানুষদের অভিনন্দন জানানোর জন্যই এই উদযাপন'৷

শ্যামল বাবু বলছেন 'সাফাইকর্মীদের পশে দাঁড়িয়ে জন্মদিনের কেক কাটার অনুভুতিটা সত্যিই অন্যরকম৷ সবাইকে বলব যার যেরকম সামর্থ সেই ভাবেই এদের পাশে দাঁড়ান' | জন্মদিনে নিমন্ত্রিত সাফাইকর্মীদের দাবি, 'করোনার সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লড়াই করছি, করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে সাফাইয়ের কাজ করতে হচ্ছে, ভয় পেলেও আগেই যাচ্ছি৷ পুরবোর্ড থাকাকালীন শ্যামল বাবুই ছিলেন আমাদের নেতা, তার পাশে দাঁড়িয়ে তার জন্মদিন পালন করার সুযোগ ও সন্মান আমাদের আরও লড়াইয়ের সাহস যোগাবে' |

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19

পরবর্তী খবর