#দুর্গাপুর: ১৩ই আগস্ট ৭ পুরসভায় ভোট। পুরসভা দখল করতে মরিয়া সব রাজনৈতিক দল। শুক্রবারই প্রচারের শেষ দিন। তার আগে প্রচারের শেষ বেলায় শাসক-বিরোধী সংঘর্ষে উত্তেজনা ছড়াল বেশ কয়েকটি পুরসভা এলাকায়।
শিয়রে নির্বাচন। পুর এলাকার শেষবেলার নির্বাচনী প্রচার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। ভোটের আগে দফায় দফায় শাসক-বিরোধী সংঘর্ষে উত্তেজনা ছড়াল।
দুর্গাপুর
পুরভোট ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। অভিযোগ, বুধবার রাতে ২৫ নম্বর ওয়ার্ডে সিপিএমের ফেস্টুন ছিঁড়ে দেয় তৃণমূল। বৃহস্পতিবার সকাল হতেই শুরু হয় গণ্ডগোল, হাতাহাতি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পাশাপাশি ২০ ও ২৪ নং ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ এনেছে সিপিএম।
হলদিয়া
পুরযুদ্ধে উত্তপ্ত হলদিয়াও। বৃহস্পতিবার হলদিয়ার সিটি সেন্টারে মিছিলের ডাক দিয়েছিল বামেরা। হাজির ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রবীন দেব। অভিযোগ, একই জায়গায় পাল্টা মিছিল করে তৃণমূল। মিছিল পালটা মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী। মিছিল না করেই ফিরে আসেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব।
বুনিয়াদপুর
পুরভোটের আগে উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও। বিজেপির অভিযোগ, ওয়ার্ডে ওয়ার্ডে তাদের প্রার্থীদের ভয় দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বংশিহারী থানায় অভিযোগও দায়ের করেন ১৪ জন বিজেপি প্রার্থী।
রাজনৈতিক চাপান উতোরের মধ্যেই ১৩ তারিখ ইভিএমে ভোটাধিকার প্রযোগ করবেন ৭ পুরসভার বাসিন্দারা। পুরসভা কার দখলে জানা যাবে ১৭ই অগাস্ট।