সিউড়ি : বীরভূমের সিউড়ি-বোলপুর রাস্তার ওপর বীরভূম পুলিশ লাইন এলাকায় রাস্তার কিছুটা অংশ দীর্ঘ দিন ধরে খারাপ হয়ে পড়ে ছিল । যার জন্য রোজকার যান চলাচলে তীব্র সমস্যা হচ্ছিল সাধারণ মানুষদের ।
ওই রাস্তার একাংশ খারাপ থাকায় প্রায় লেগেই ছিল দুর্ঘটনা । কখনও অন্য গাড়িকে রাস্তা দিতে ঘটত দুর্ঘটনা, তো কোথাও রাস্তা পেরতেই দেখা দিত সমস্যা । এমনকি হেঁটে পেরতে গেলেও একটু অসাবধান হলেই সম্ভাবনা ছিলো রাস্তায় থাকা গর্তে পড়ে যাওয়ার ।
তার পরই বার বার PWD কে জানানো হয় রাস্তার অবস্থা । যাতে শীঘ্রই তা ঠিক করা হয় । কিন্তু PWD কে জানিয়েও কোনও লাভ না হওয়ায় ওই রাস্তা ঠিক করতে হাতে কোদাল বেলচা নিয়ে নিজেরায় রাস্তায় নামেন সিউড়ি ট্রাফিক পুলিশ ।
আরও পড়ুন : জিরাফের সঙ্গে প্রাতরাশের সুযোগ! যাবেন নাকি এই হোটেলে! দেখুন ভাইরাল ভিডিও
বুধবার সকাল থেকে ট্রাফিক ওসি সুমন প্রামাণিকের নেতৃত্বে কয়েক জন সিভিক পুলিশ মিলে সিউড়ি -বোলপুর যাওয়ার রাস্তার পুলিশ লাইনের কাছের অংশটি মেরামত করেন । দীর্ঘ দিন ধরে খারাপ থাকা এই রাস্তা মেরামতের জন্য মিলল সাময়িক স্বস্তি ।
আরও পড়ুন : নরম বিছানা নাকি শক্ত মেঝে? রাতে কোথায় ঘুমনো শরীরের জন্য উপকারী?
ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন , " দীর্ঘদিন ধরে সিউড়ি - বোলপুর যাওয়ার রাস্তায় পুলিশ লাইন ঢুকতেই একটা বড়ো গর্তের সৃষ্টি হয়েছিল । তাই গাড়ি একটু জোরে পেরলেই ওই গর্তে পড়ে দুর্ঘটনা ঘটত । এমনকী, ওই গর্ত লক্ষ না করায় পথচলতি অনেক মানুষও হোঁচট খেয়ে আহত হত । কিন্তু দীর্ঘ দিন ধরে এই রাস্তা কোনওভাবেই ঠিক হচ্ছিল না । পুলিশরা মিলে যায় রাস্তা ঠিক করে দেওয়ায় অনেকটাই স্বস্তি আমাদের । এ বার আগের তুলনায় অনেকটা দুর্ঘটনার সম্ভাবনা কমবে । পুলিশের এই কাজকে সাধুবাদ জানাই । "
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।