corona virus btn
corona virus btn
Loading

বিরল দৃশ্য, দীঘা মোহনা থানার ওসির হাতে জ্যান্ত ইলিশ, ভিডিও হল ভাইরাল

বিরল দৃশ্য, দীঘা মোহনা থানার ওসির হাতে জ্যান্ত ইলিশ, ভিডিও হল ভাইরাল
  • Share this:

#দিঘা: ওসির হাতে জ্যান্ত ইলিশ! সমুদ্র থেকে উঠে আসা ইলিশ উঠলো দিঘা মোহনা থানার ওসির হাতে! হঠাৎই সমুদ্রের ধার বরাবর ডিউটি চলাকালীনই অবাক করা এই ঘটনা ঘটে। প্রথমে পান একটা সামুদ্রিক ট্যাংরা মাছ, পরে সমুদ্রের জ্যান্ত ইলিশের ডাঙায় উঠে আসে। যা দেখে ওসির নির্দেশ সি বিচে ঝাঁপ লাগান সঙ্গী কনস্টেবল। জ্যান্ত ইলিশের ছটপট দেখে অবাক হন সকলে। এরপর এক হাত থেকে আর এক হাত, এক পুলিশ কর্মীর হাত থেকে অন্য পুলিশ অফিসারের হাতে ঘুরতে থাকে জ্যান্ত ইলিশটি। অবাকের পাশাপাশি খুশিতেও ডগমগ হয়ে ওঠেন সকলে। চলে জ্যান্ত ইলিশ হাতে নিয়ে সেলফিও! চলে মোবাইলে ক্যামেরাবন্দী করার দৌড়ঝাঁপ!মুহূর্তেই ভিডিও হল ভাইরাল ৷

দেখে নিন সেই ভিডিও  
   
First published: November 19, 2019, 4:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर