• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • বাসে ফেলে আসা সোনার গয়না-টাকা ভর্তি ব্যাগ ফেরালো বীরভূম পুলিশ, খুশী দম্পতি

বাসে ফেলে আসা সোনার গয়না-টাকা ভর্তি ব্যাগ ফেরালো বীরভূম পুলিশ, খুশী দম্পতি

ব্যাগে ছিল সোনার অলঙ্কার থেকে শুরু করে বেশ কিছু টাকা ও কিছু মূল্যবান কিছু কাগজপত্র।

ব্যাগে ছিল সোনার অলঙ্কার থেকে শুরু করে বেশ কিছু টাকা ও কিছু মূল্যবান কিছু কাগজপত্র।

ব্যাগে ছিল সোনার অলঙ্কার থেকে শুরু করে বেশ কিছু টাকা ও কিছু মূল্যবান কিছু কাগজপত্র।

  • Share this:
#বীরভূম: বাসে ফেলে রেখে আসা ব্যাগ উদ্ধার করে দম্পতির কাছে ফিরিয়ে দিল বীরভূম জেলা পুলিশ। গতকাল দুপুরে ঝাড়খণ্ডের জামতারা থেকে বীরভূমের দুবরাজপুরের কুলেকুড়ি গ্রামে ফিরছিল ঝন্টু কর্মকার ও তার স্ত্রী কোয়েল কর্মকার। ওই দম্পতি ঝাড়খন্ড থেকে বাসে চেপে এসে বীরভূমের খয়রাশোল থানা এলাকার পাচরা বাস স্টপেজে নামে। তার বাস থেকে তাদের ব্যাগ নামাতে ভুলে যান । পরে তাদের ব্যাগের কথা মনে পড়তেই দেখেন ব্যাগ তারা নামান নি, বাসও সিউড়ীর দিকে চলে গিয়েছে। প্রথমে তাদের এক বন্ধুকে সমস্ত ঘটনার কথা জানান। ওই বন্ধু বীরভূমের দুবরাজপুর থানায় ফোন করে,  ততক্ষনে দুবরাজপুর থানায় পৌছে যান ওই দম্পতিও। দুবরাজপুর থানার পুলিশ সমস্ত ঘটনার কথা জেনে সিউড়ি গামী ওই বাসের অবস্থান জানার চেষ্ট করে প্রথমে। দুবরাজপুর থানার একটি পুলিশের গাড়ি ওই বাসটির রুট ধরে এগোতে থাকে। দুবরাজপুর থানা থেকে খবর দেওয়া হয় পরবর্তী সদাইপুর থানার পুলিশকে। সদাইপুর থানার পুলিশ 14 নম্বর জাতীয় সড়কে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। ততক্ষনে বাসটিকে ধাওয়া করে দাঁড় করায় দুবরাজপুর ও সদাইপুর থানার পুলিশ। পুলিশের এইভাবে বাস দাড় করানো ও বাসের মধ্যে ব্যাগ খোঁজায় প্রথমে ঘাবড়ে যান বাসে থাকা অন্যান্য যাত্রীরা।  বাসের মধ্যে উঠে তারা ব্যাগটি উদ্ধার করে পুলিশ এবং ব্যাগের ছবি হোয়াটসঅ্যাপে ওই দম্পতির কাছে পাঠায়।  দম্পতি তাদের ছবি দেখে জানায় এই ব্যাগটি তাদেরই। এরপরে  দুবরাজপুর থানার পুলিশ ওই দম্পতির হাতে ব্যাগটি তুলে দেয়।  দম্পতি ধন্যবাদ জানিয়েছেন, দুবরাজপুর থানা ও সদাইপুর থানার পুলিশকে তাদের ব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য। ব্যাগে ছিল সোনার অলঙ্কার থেকে শুরু করে বেশ কিছু টাকা ও কিছু মূল্যবান কিছু কাগজপত্র। Supratim Das
Published by:Elina Datta
First published: