#সিউড়ি: রাজ্যের সর্বত্র অভিযান চালিয়ে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে (Rampurhat Violence) গিয়ে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেওয়ার পরই বীরভূমের (Birbhum) মাড়গ্রাম থেকে দুশোটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, মারগ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে বোমাগুলি উদ্ধার হয়েছে৷ ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছ'টি বালতিতে বোমা গুলি রাখা ছিল। সূত্র মারফত খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে । ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে।
আরও পড়ুন: দিনের দুই অর্ধে ৫৪ জন করে পুলিশকর্মী বগটুইয়ের নিরাপত্তায়, গেলেন ডিজি মনোজ মালব্য
গতকালই বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে এসে দুষ্কৃতীদের বিরুদ্ধে আরও তৎপর হতে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ শুধু বীরভূম নয়, রাজ্যের সর্বত্র অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন তিনি৷ এর পরেই তৎপর হয় পুলিশ৷
আরও পড়ুন: ‘সরানো হোক রাজ্যপালকে’, রামপুরহাট কাণ্ডে অমিত শাহর দরবারে আর্জি সুদীপদের
মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে জানান, আগামী দশদিন ধরে সব জেলার পুলিশ সুপার, সিপি-রা নিজেদের এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না৷ রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য এই দশদিন বিশেষ অভিযান চলবে৷
মুখ্যমন্ত্রী বগটুই গ্রাম থেকে নির্দেশ দেওয়ার পরই তৃণমূলের বগটুই গ্রামের ব্লক সভাপতি আনারুল হুসেনকে গ্রেফতার করেছে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে আরও দু' জনকে৷ পাশাপাশি রামপুরহাট থানার আইসিকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে রামপুরহাটের এসডিপিও-কে৷
Akshay Dhibarনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Mamata Banerjee, Rampurhat