#বীরভূম: কালহাপুর গ্রামে একটি স্কুলে চুরি হয় সেই ঘটনার দুই দিনের মধ্যে গ্রেফতার দুই ও মাল উদ্ধার।বীরভূম জেলা পুলিশের পাইকর থানা সূত্র মারফত খবর পেয়ে কালহাপুর এইচ.এম.কে.এইচ হাই মাদ্রাসা থেকে গত ৪ জুলাই চুরি যাওয়া সকল সামগ্রী ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল এবং ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতারও করে। চুরি যাওয়া দ্রব্যাদির মধ্যে ছিল এইচ.পি কোম্পানির একটি প্রজেক্টর মেশিন, ডেল কোম্পানীর মনিটর, সি.পি.ইউ, মাউস ও কী-বোর্ড, এপিসি কোম্পানির একটি ইউ.পি.এস, আহুজা কম্পানির এমপ্লিফায়ার সেট, ৩১টি পুরোনো সিলিং ফ্যান, ৫টি নতুন সিলিং ফ্যান এবং আরো অন্যান্য সামগ্রী।আজ স্কুল কর্তৃপক্ষ কে সব জিনিস তুলে দিলেন বীরভূমের পাইকর থানার পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।