• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত পুলিশ

বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত পুলিশ

Representative Picture

Representative Picture

বেপরোয়া বাইকের ধাক্কায় হাত ও পা ভাঙলো এক পুলিশ কর্মীর।

 • Share this:

  #ক্যানিং: বেপরোয়া বাইকের ধাক্কায় হাত ও পা ভাঙলো এক পুলিশ কর্মীর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং বারুইপুর রোডের পদ্মা স্টপেজে। এলাকায় দুষ্কৃতি অনুপ্রবেশ বন্ধ করতে রাতে এই রাস্তায় নাকা চেকিং করে পুলিশ।

  মঙ্গলবার রাত পৌনে বারোটা নাগাদ সহকর্মীর সাথে দীপক বোস নামে ঐ পুলিশকর্মীও নাকা চেকিং করছিল। সেই সময় দ্রুত গতিতে একটি বাইক এসে দীপক বাবুকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে ছিটকে পড়েন তিনি। পালিয়ে যায় অভিযুক্ত বাইক আরোহী। গুরুতর জখম অবস্থায় দীপক বাবুকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান তার হাত ও পায়ের হাড় ভেঙেছে।

  First published: