হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মোবাইল চোরেরা জব্দ! অহরহ চুরি রুখতে নয়া উদ্যোগ পুলিশের, কী জানেন

Katwa News: মোবাইল চোরেরা জব্দ! অহরহ চুরি রুখতে নয়া উদ্যোগ পুলিশের, কী জানেন

Katwa News: পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে ইচ্ছা মতো ফোন আনলক বা ফরম্যাট করে নতুন সফটওয়্যার আপডেট করে দিতে পারবে না মোবাইল সারাই দোকানগুলি।

  • Share this:

কাটোয়া: অহরহ মোবাইল চুরি রুখতে নয়া উদ্যোগ নিল পুলিশ। আধার কার্ড, ভোটার কার্ড বা সচিত্র পরিচয় পত্র ছাড়া মোবাইল ফোনের সিকিউরিটি লক খোলা যাবে না। মোবাইল ফোন সারাইয়ের দোকানগুলিকে এমনটাই জানিয়ে দিল কাটোয়া থানার পুলিশ। ফোন ফরম্যাট করে সফটওয়্যার আপডেট করার ক্ষেত্রেও সচিত্র পরিচয় পত্র জমা দিতে হবে। দোকানগুলি এই নিয়ম মানছে কি না, তা নজরে রাখবে পুলিশ।পুলিশ আধিকারিকরা বলছেন, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মোবাইল অনেকেই থানায় জমা না দিয়ে সরাসরি মোবাইলের দোকানে নিয়ে যান৷ তারপর সেই মোবাইলের সিকিউরিটি আনলক বা ফরম্যাট করে বিক্রি করে দেওয়া হয়। চুরি করা মোবাইলের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। এ বার মোবাইল চুরি রুখতে তাই এই পদক্ষেপ করা হয়েছে।

আরও পডুন: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে সরগরম দেশ! 'বিভাজন তৈরির চেষ্টা চলছে ভারতে', বললেন মোদি

আরও পড়ুন: সিন্ধু নদের জল চুক্তি নিয়ে পাকিস্তান ঘোঁট পাকাচ্ছে, পরিবর্তন করতে চায় ভারত

পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে ইচ্ছা মতো ফোন আনলক বা ফরম্যাট করে নতুন সফটওয়্যার আপডেট করে দিতে পারবে না মোবাইল সারাই দোকানগুলি। তাদের কাজের উপর নজরও রাখা হবে।  বেশির ভাগ ক্ষেত্রেই ফোন চুরির পর সেটিকে আনলক করা হয় এবং ফোনটি সম্পূর্ণ ফরম্যাট করা হয়। তার পর সেটিকে বিক্রি করে দেওয়া হয়।

কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় জানান, যে সব মোবাইলের দোকানে এই ধরনের কাজ হয়, তাদের সর্তক করে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, কেউ ফোন আনলক করতে এলেই যেন সেই কাজ করে দেওয়া না হয়। গ্রাহকের আধার কার্ড থেকে ছবি, সম্পূর্ণ তথ্য রাখতে হবে দোকানদারকে। তাতে মোবাইল চুরি রোখা যাবে বলে আশা করা হচ্ছে।

Published by:Sanchari Kar
First published:

Tags: Katwa