সত্যি এই দিনই দেখা বাকি ছিলো! আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ দিয়েছে মিথ্যা মামলা! তাও মাদক মামলা। অর্থাৎ যে মামলায় জেলযাত্রা অবধারিত৷ ব্যারাকপুরে বিশাল শুক্লর বিরুদ্ধে এমনই ঘটনা বলে অভিযোগ ওঠে মার্চ ২০২২।মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে জরিমানা কোপে খোদ পুলিশ। সাম্প্রতিক সময়ে যা নজিরবিহীন। পুলিশকে দু - লাখ টাকা জরিমানা হাইকোর্ট একক বেঞ্চের বিচারপতি শম্পা সরকারে'র।
ব্যারাকপুরের কংগ্রেস কর্মীর দায়ের করা মামলায় নির্দেশ আদালতের।টিটাগড় থানার দোষী পুলিশ আধিকারিকদের জরিমানা ধার্য করা হয়েছে আদালতের পক্ষ থেকে৷ ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তদন্ত করে নিশ্চিত করবেন যে, এই মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর দায় কোন পুলিশকর্মীর। সেই চিহ্নিতকরণ স্পষ্ট হলেই, যে বা যারা দোষী সাব্যস্ত হবেন তারা নিজের পকেটের অর্থ থেকে জরিমানা দেবেন। নির্দেশ বিচারপতি শম্পা সরকারের।
অভিযোগ, ২০২২ সালের ৯ ই মার্চ বিশাল শুক্লাকে তার দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। পরের দিন তাকে মাদক মামলায় গ্রেফতার করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ থেকে আগেই জামিন পান বিশাল।FIR খারিজের জন্য মামলা পাঠানো হয়েছে নির্দিষ্ট বেঞ্চে।
আরও পড়ুন: দুয়ারে সরকারের কোন কোন প্রকল্পে এখনও ১০০ শতাংশ পরিষেবা পৌঁছল না?
গত পুরসভা নির্বাচনে ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লার নির্বাচনী এজেন্ট ছিলেন বিশাল।মামলাকারীর আইনজীবী কৌস্তুভ বাগচি জানান, 'বিরোধী দের কণ্ঠ রোধের এখন বড় হাতিয়ার পুলিশের মিথ্যা মামলা। আমাকে যেমন মাঝরাতে পুলিশ গ্রেফতার করে। পুলিশের বিবেক জাগে কিনা এই নির্দেশের পর সেটাই এখন দেখার।'ফ্ল্যাশব্যাকে ফিরলে বীরভূমের অনুব্রত মণ্ডলের ভাইরাল ভিডিও ভেসে ওঠে। যেখানে গাঁজা কেস দেওয়ার নিদান দিচ্ছেন কেষ্ট মণ্ডল। এই ভিডিও নিয়ে বারবার খোঁচা দেন বিরোধীরা। কৌস্তুভ বাগচি আরও জানান, 'গাঁজা কেসে ফাঁসানো আকছার ঘটছে। সবটাই ওপেন সিক্রেট এখন। হাইকোর্টের হস্তক্ষেপের পর ট্রেন্ড বদলায় কি না সেদিকেই নজর থাকবে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barrackpore, Police