#উত্তর ২৪ পরগনা: শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়ি গুরুচাঁদ মন্দিরের চুরির ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করল পুলিশ। গতকাল অর্থাৎ শনিবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকা থেকে তিন জনকে আটক করে গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম অনুপম রায়, শান্তনু মণ্ড ও শুভ সমদ্দার। ধৃতরা সকলেই গাইঘাটা থানার ঠাকুরনগর বনিক পাড়া ও আনন্দপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঠাকুরনগর এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করে তারা। পুলিশের জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে তারাই চুরি করেছে। ধৃতদের কাছ থেকে গুরুচাঁদ মন্দির থেকে চুরি যাওয়া প্রণামী বাক্সের বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। রবিবার সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে৷