#বোলপুর: করোনা ভাইরাস সম্পর্কে বীরভূম জেলার মানুষকে সচেতন করতে এবার এগিয়ে এলো বীরভূম জেলা পুলিশ। করোনা ভাইরাস সতর্কতায় ও করোনা নিয়ে গুজব রুখতে বীরভূমে স্বাস্থ্য দফতরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বীরভূম জেলা পুলিশ। বীরভূমের ময়ূরেশ্বরে করোনা সন্দেহে যে যুবককে বাড়ি থেকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানেও বীরভূম জেলা পুলিশের একটা বড় ভূমিকা ছিল। যদিও ওই যুবকের দেহে পাওয়া যায়নি করোনা ভাইরাস। অন্য দিকে বীরভূম-ঝাড়খন্ড সীমানাতে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে থাকছে বীরভূম জেলা পুলিশ, সেখানেও রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করতে সাহায্য করছেন স্বাস্থ্যকর্মীদের। এবার বীরভূম জেলা পুলিশ করোনা সতর্কতা ও সচেতনতা নিয়ে বিশেষ ভিডিও তৈরি করেছে সাধারণ মানুষকে সচেতন করতে। সেই ভিডিও বেশি পরিমাণে শেয়ার হতে শুরু হয়েছে সোশাল মিডিয়াতে। বীরভূম জেলা পুলিশ ‘CORONA’’ ভাইরাস নিয়ে একটু অন্যরকম ভাবে বার্তা দিয়েছে। সেই বার্তায় লেখা আছে,
C - Clean your hands properly and regularly
O - Off from large gathering
R - Report Doctor if you feel unwell
O - Obey the guidelines issued by govt
N - No to handshake
A - Avoid Rumors
বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, এই ছ’টি বিষয় নিয়েই জেলা পুলিশ করোনার বিরুদ্ধে করোনাকে নিয়েই নেমেছে প্রচারে। যাতে সাধারন মানুষ সচেতন হয়।
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Corona, COVID 2019