#গাইঘাটা: ব্যান্ডপার্টি বাজনা নিয়ে জল বুরানো সবে শেষ। একে একে প্যান্ডেলে লাইটগুলো জ্বলতে শুরু করেছে অন্যদিকে চলছে রান্না। বাড়ি ভর্তি আত্মীয় ও প্রতিবেশীরা সকলেই বিয়ের আমেজে মজে। হঠাৎ ছন্দ পতন। বিয়ে বাড়িতে হাজির বি ডি ও অফিসের কর্মী ও গাইঘাটা থানার পুলিশ প্রশাসন। কারণ মেয়ের বয়স সবে ১৬ বছর। পরিবারের লোককে বুঝিয়ে বলাতে তারা লিখিত দেন ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না।
গাইঘাটা থানার কালোপুর তিলির বাসিন্দা শিবু চন্দ্র গোলদারের ১৬ বছরের না বালিকা মেয়ের বিয়ে হচ্ছিল চাঁদপাড়া বাসিন্দা সুব্রত দাসের সঙ্গে। সূত্র মারফত খবর পেয়ে বিয়েবাড়িতে হাজির হন প্রশাসনের লোকেরা। দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা বলেন এবং ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া যে অপরাধ এবং তাতে মেয়ের ক্ষতি হতে পারে সেগুলো বুঝিয়ে বলেন তারা। পরবর্তীতে মেয়ের বাবা শিবু চন্দ্র দাস লিখিত দেন যে মেয়ের ১৮ বছর না হলে বিয়ে বিয়ে দেবেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Marriage, Police, South bengal news