• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • মন্দারমণিতে মদ্যপ পর্যটকদের হাতে প্রহৃত পুলিশ

মন্দারমণিতে মদ্যপ পর্যটকদের হাতে প্রহৃত পুলিশ

ফের বিতর্কের কেন্দ্র মন্দারমণি ৷ বিপদ থেকে পর্যটকদের রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন খোদ পুলিশ ৷ মন্দারমণির সমুদ্র সৈকতে কর্তব্যরত পুলিশকে মারধরের অভিযোগ উঠল মদ্যপ পর্যটকদের বিরুদ্ধে ৷

ফের বিতর্কের কেন্দ্র মন্দারমণি ৷ বিপদ থেকে পর্যটকদের রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন খোদ পুলিশ ৷ মন্দারমণির সমুদ্র সৈকতে কর্তব্যরত পুলিশকে মারধরের অভিযোগ উঠল মদ্যপ পর্যটকদের বিরুদ্ধে ৷

ফের বিতর্কের কেন্দ্র মন্দারমণি ৷ বিপদ থেকে পর্যটকদের রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন খোদ পুলিশ ৷ মন্দারমণির সমুদ্র সৈকতে কর্তব্যরত পুলিশকে মারধরের অভিযোগ উঠল মদ্যপ পর্যটকদের বিরুদ্ধে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মন্দারমণি: ফের বিতর্কের কেন্দ্র মন্দারমণি ৷ বিপদ থেকে পর্যটকদের রক্ষা করতে গিয়ে প্রহৃত খোদ পুলিশ ৷ মন্দারমণির সমুদ্র সৈকতে কর্তব্যরত পুলিশকে মারধরের অভিযোগ উঠল মদ্যপ পর্যটকদের বিরুদ্ধে ৷ মদ্যপ অবস্থায় সমুদ্রে নামতে গেলে পর্যটকদের বাধা দেয় পুলিশ ৷ অভিযোগ, মত্ত পর্যটকরা বাধা পেয়ে ক্ষেপে উঠে সিভিক পুলিশ সহ এএসআইকেও মারধর করেন ৷ অভিযুক্ত সাত পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের মধ্যে রয়েছে চারজন তরুণ ও তিনজন তরুণী ৷

  সোমবার কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা সাত বন্ধু বাইকে করে মন্দারমণি যান ৷ এদের মধ্যে তিনজন আশুতোষ কলেজের ছাত্র ৷ পৌঁছানোর পর থেকে সন্ধে অবধি চলে প্রচুর হই হুল্লোড় ও মদ্যপান ৷ এর পর মত্ত অবস্থায় সমুদ্রে চান করতে যায় ওই ছয় জন ৷ সন্ধেয় টহল দেওয়ার সময় ওই মত্ত তরুণ-তরুণীদের দেখতে পান পুলিশকর্মীরা ৷ সঙ্গে সঙ্গে আটকানো হয় তাদের ৷

  বাধা দেওয়ায় ক্ষেপে উঠে মদ্যপ অবস্থায় সিভিক পুলিশ সহ এএসআইকে বেধড়ক মারধর করেন তারা ৷ নিগ্রহ থেকে বাদ যাননি মহিলা পুলিশকর্মীও ৷ এমনকী হোটেলে ফিরে তাদের সমুদ্রে স্নান করতে না পারার রাগে হোটেল ম্যানেজারের উপরও চড়াও হন ওই সাত জন মদ্যপ পর্যটক ৷ তাদের মারা গুরুতর আহত হয়েছেন হোটেল ম্যানেজার ৷ মাথা ফেটে যায় তাঁর ৷ পরে তাদের গ্রেফতার করে মন্দারমণি থানার পুলিশ ৷

  ধৃত ছয় জনের মধ্যে চার জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কাঁথি আদালত ৷ ধৃত বাকি দুই মহিলার শর্তসাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর করল আদালত ৷

  গত কয়েক মাসে সমুদ্র সৈকতে পর পর দুটি দুর্ঘটনার পর কড়া হয়েছে পুলিশি ব্যবস্থা ৷ অগাস্ট মাসে মন্দারমণির সৈকতে গাড়ি নিয়ে রেস করার সময় অন্য এক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৩ ছাত্রের ৷ চলতি মাসের ১৮ তারিখ মত্ত অবস্থায় সমুদ্রে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তিন পর্যটকের ৷

  এদিনের ঘটনায় প্রমাণিত বেহিসেবি মদ তিনটি প্রাণ কেড়ে নেওয়ার পরেও হুঁশ ফেরেনি পর্যটকদের। সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে বেলাগাম জীবনযাপন, জীবনের ঝুঁকি নিয়ে বিনাশের খেলায় মেতে ওঠা.. এটাই কী হয়ে উঠছে মন্দারমনির ট্রেড মার্ক.. উত্তর খুঁজছেন সকলেই।

  First published: