#ভাটপাড়া: উপনির্বাচনে থমথমে ভাটপাড়া ৷ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বিশেষ নজরদারি ৷ মোতায়েন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ৷
শনিবার রাতে বোমাবাজি, গাড়িতে আগুন লাগানো হয়র ঘটনায় অশান্ত হয়ে উঠে ভাটপাড়া ৷ পরিস্থিতি সামলাতে নামে পুলিশ, র্যাফ ৷ পরস্পরকে দায়ী করেন মদন মিত্র-অর্জুন সিং ৷বহিরাগতদের এনে সন্ত্রাস ছড়াচ্ছে মদন বলে অভিযোগ জানান অর্জুন ৷ পাল্টা মদন মিত্র অভিযোগ জানান, ভাটপাড়ায় সন্ত্রাস চালাচ্ছেন অর্জুন সিং ৷
আজ সপ্তম দফায় উপনির্বাচন রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে। মালদহের হবিবপুর, উত্তর দিনাজপুরের ইসলামপুর, দার্জিলিং ও উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়।