হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন প্লাস্টিক কারখানার ম্যানেজার, চাঞ্চল্য রঘুনাথগঞ্জ

পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন প্লাস্টিক কারখানার ম্যানেজার, চাঞ্চল্য রঘুনাথগঞ্জ

গভীর রাতে তাঁর মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মৃত ম্যানেজারের নাম চেতন ভাগানি (৫৫) ।

  • Last Updated :
  • Share this:

#রঘুনাথগঞ্জ: প্লাস্টিক কারখানার ম্যানেজারকে গুলি করে খুন। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের ওমরপুরে। গভীর রাতে তাঁর মাথায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মৃত ম্যানেজারের নাম চেতন ভাগানি (৫৫) ।

স্থানীয়রা জনিয়েছেন, বুধবার রাতে দোতলার একটি ঘরে শুয়ে ছিলেন চেতন। সেখানেই তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ম্যানেজারের ঘরের আলমারি ভাঙা ছিল। এ দিন সকালে ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা লুট করতে এসেছিল দুষ্কৃতীরা।

জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কারা বলেন, ঘরের আলমারি ভাঙ্গা থাকাই দুষ্কৃতীরা টাকাপয়সা লুট করতে এসেছিল বলে প্রাথমিকভাবে অনুমান। ব্যবসায়ীর মাথায় গুলি করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার  পরই কীভাবে মৃত্যু, তা স্পষ্ট হবে। অভিযুক্তরা খুব শীঘ্রই ধরা পড়বে।

প্রসঙ্গত, দীর্ঘ ১২ থেকে ১৩ বছর ধরে রঘুনাথগঞ্জ এর ওমরপুরের প্লাস্টিক কারখানায় ম্যানেজার হিসাবে কাজ করছিলেন চেতন ওরফে রাজু। তাঁর বাড়ি কলকাতায়। প্লাস্টিকের সমস্ত ব্যবসাটা দেখাশোনা করতেন তিনিই। কারখানার পাশেই একটি দোতলা বাড়িতে থাকতেন। ওই বাড়ির নিচেই অফিসের অন্য কর্মীরা থাকতেন।

Pranab Kumar Banerjee

Published by:Shubhagata Dey
First published:

Tags: Firing, Murshidabad