corona virus btn
corona virus btn
Loading

ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতির মুখে সুন্দরবন, এখনও বন্ধ ফেরী পরিষেবা

ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতির মুখে সুন্দরবন, এখনও বন্ধ ফেরী পরিষেবা
  • Share this:

সুন্দরবন ফণীর প্রভাবে কয়েকশো কাঁচা বাড়ি ভেঙেছে কুলতলিতে৷ কাঁচা বাড়ি ভেঙেছে ফ্রেজারগঞ্জ,বকখালিতেও৷ ঝড়খালির বিভিন্ন এলাকায়ও ঝড়ে তছনছ হয়ে গিয়েছে জনজীবন৷ বিপদের আশঙ্কায় সুন্দরবন জুড়ে এখনও বন্ধ ফেরি পরিষেবা৷

ফণীর ভয়ে শুক্রবার সারারাত অনেকেই ছিলেন ত্রাণ শিবিরে৷ সকাল থেকেই ফের বাড়ি ফিরছেন বাসিন্দারা৷ এদিকে শনিবার সকাল থেকে ঝোড়ো হওয়া, মেঘলা আকাশ৷ বেলা  বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ৷ যে মানুষরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন, ব্যাপক ক্ষতির আশঙ্কা বাড়ি ফিরছেন তারা৷

কয়েকশো কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কুলতলি ফ্রেডারগঞ্জ, ঝড়খালি, সাগর সব জায়গাতেই এখনও ফেরী পরিষেবা বন্ধ৷

First published: May 4, 2019, 9:31 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर