#বর্ধমান: জনবহুল এলাকায় প্রকাশ্যে ড্রাগের নেশার প্রতিবাদ করেছিলেন এক যুবক। সেজন্য তাঁকে বেদম মারধর করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার কালনায় এই ঘটনা ঘটেছে। গুরুতর জখম ওই যুবককে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবিলম্বে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এরপর আর যাতে ওই এলাকায় ড্রাগে আসক্তরা ডেরা না বাঁধতে পারে তা নিশ্চিত করার দাবি তুলেছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারাই রাকেশকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। খবর পেয়ে কালনা থানার পুলিশ হাসপাতালে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেয়। রাকেশ পুলিশকে অভিযুক্তদের নাম সহ ঘটনার কথা সবিস্তারে জানিয়েছেন। এলাকার বাসিন্দাদের দাবি, আগেও পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু সেভাবে তৎপরতা দেখা যায়নি। তাই এবার যাতে আর ওই এলাকায় মাদকাসক্তরা একই কাজ চালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করা দরকার পুলিশের। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে,আহত ওই যুবকের সঙ্গে কথা বলার পর অভিযুক্তদের ধরার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে কালনা থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drugs, South bengal news